Christmas 2023

বেলুড় মঠে জিশু পুজো

বড়দিন উপলক্ষে রবিবার সন্ধ্যায় বেলুড় মঠে জিশু পুজোর আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এ বছরেও বেলুড় মঠে জিশুর জন্মদিনের আয়োজন করে রামকৃষ্ণ মঠ ও মিশন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০২৩ ২৩:৪০
Share:

—নিজস্ব চিত্র।

মহা সমারোহে প্রতি বছরের মতো এ বছরও ২৪ ডিসেম্বর সন্ধ্যায় বেলুড় মঠে পালিত হল জিশু পুজো। সন্ধ্যারতির পর ফুল, ফল, মিষ্টি, কেক, পেস্ট্রি দিয়ে নিবেদন করে জিশুর পুজো হল।

Advertisement

বড়দিন উপলক্ষে রবিবার সন্ধ্যায় বেলুড় মঠে জিশু পুজোর আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এ বছরেও বেলুড় মঠে জিশুর জন্মদিনের আয়োজন করে রামকৃষ্ণ মঠ ও মিশন। সন্ধ্যারতির পর শুরু হয় জিশুর আরাধনা। জিশুর ছবি বসানো হয়। মোমবাতি, ফুল দিয়ে ছবি সাজানো হয়। ক্যারলের মাধ্যমে পুজোর সূচনা হয়। উপস্থিত ছিলেন বেলুড় মঠের সন্ন্যাসীরা। পরে জিশুর জন্মকাহিনী পাঠ করা হয়। মঠের নিয়ম মেনে ২৪ ডিসেম্বর মঠে সন্ধ্যারতির পরেই শুরু হয় এই বিশেষ অনুষ্ঠান। বিশেষ প্রার্থনা সঙ্গীত, বাইবেল পাঠের মধ্যে দিয়ে এই উৎসব পালন করা হয়। এই অনুষ্ঠান দেখতে ভক্তদের সমাগম হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement