Howrah

হাওড়ায় কোভিড চিকিৎসার জন্য ৪০ শতাংশ শয্যা বাড়াতে নির্দেশ

হাওড়ায় বর্তমানে দৈনিক সংক্রমণ ১২০০-র আশপাশে ঘোরাঘুরি করছে

Advertisement

দেবাশিস দাশ

হাওড়া   শেষ আপডেট: ১৯ মে ২০২১ ০৬:২৮
Share:

প্রতীকী ছবি।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল হাওড়ায় কোভিড-শয্যা অবিলম্বে ৪০ শতাংশ বাড়াতে নির্দেশ দিল রাজ্য সরকার। ওই নির্দেশ আসার পরেই জেলা স্বাস্থ্য দফতর সরকারি হাসপাতালগুলিতে কোভিড-শয্যা এবং অন্যান্য পরিকাঠামো বাড়াতে কোমর বেঁধে নেমে পড়েছে। জেলার নয়া মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল জানিয়েছেন, হাওড়া জেলার সব ক’টি সরকারি হাসপাতাল মিলিয়ে ৬০০টি কোভিড-শয্যা আছে। তবে যা পরিস্থিতি, তাতে আরও ৭০০টির মতো শয্যা বাড়ানো হবে। তা হলে কোভিড-শয্যার মোট সংখ্যা দাঁড়াবে ১৩০০ মতো। সেই সঙ্গে শয্যায় পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন পাঠানোরও ব্যবস্থা হচ্ছে।

Advertisement

হাওড়ায় বর্তমানে দৈনিক সংক্রমণ ১২০০-র আশপাশে ঘোরাঘুরি করছে। কিন্তু মৃত্যুর সংখ্যা কমানো যাচ্ছে না। গত এক সপ্তাহে প্রতিদিন পাঁচ থেকে দশ জন করে মারা গিয়েছেন ওই জেলায়। সেই কারণেই রাজ্যে কোভিড আক্রান্তের সংখ্যার নিরিখে তৃতীয় স্থানে থাকা হাওড়ার সরকারি হাসপাতালগুলিতে কোভিড-শয্যা বৃদ্ধি করতে নির্দেশ দিয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। শুধু শয্যা বাড়ানোই নয়, সরকারি হাসপাতালগুলিতে পরিকাঠামো উন্নত করার কাজও শুরু হয়েছে। পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ তারই অন্যতম।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রের খবর, হাওড়া জেলা হাসপাতালে অক্সিজেনের পাইপলাইন বসানোর কাজ শেষ পর্যায়ে। আর দুই থেকে তিন দিনের মধ্যেই কাজ শেষ হবে। জেলা স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন, উত্তর হাওড়ার টি এল জয়সওয়াল হাসপাতালে পাইপলাইন তৈরির জন্য দরপত্র ডাকা হয়েছে। শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে।

Advertisement

সরকারি হাসপাতালগুলিতে শয্যা-সংখ্যা বাড়লে অক্সিজেনের চাহিদাও বাড়বে। প্রতিটি শয্যায় থাকা রোগীদের যাতে অক্সিজেন সরবরাহ করা যায়, তা নিশ্চিত করতেই অক্সিজেনের পাইপলাইন তৈরির উপরে গুরুত্ব দেওয়া হয়েছে। এমনটাই দাবি জেলা স্বাস্থ্য দফতরের।

প্রসঙ্গত, হাওড়ায় উলুবেড়িয়া সুপার স্পেশ্যালিটি হাসপাতাল, বালিটিকুরি ইএসআই হাসপাতাল, টি এল জয়সওয়াল হাসপাতাল এবং সত্যবালা আইডি হাসপাতালকে আগেই কোভিড হাসপাতালে পরিণত করা হয়েছে। রাজ্য সরকারের তরফে জেলা স্বাস্থ্য দফতরকে সোমবারই একটি নির্দেশিকা পাঠিয়ে বলা হয়েছে, জেলার প্রতিটি সরকারি হাসপাতালে কোভিড-শয্যার সংখ্যা ৪০ শতাংশ বাড়াতে হবে।

যেমন, বালিটিকুরি ইএসআই হাসপাতালে এখন ৩০০টি শয্যা রয়েছে। প্রয়োজনে সেখানে শয্যা বাড়ানো হবে। অন্য দিকে, উত্তর হাওড়ার টি এল জয়সওয়াল হাসপাতালে ২০০টি শয্যা করোনার জন্য বরাদ্দ রয়েছে। সেখানেও পরে বাড়ানো হতে পারে শয্যা-সংখ্যা।

জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালের ৩০০টি শয্যার মধ্যে কোভিড রোগীদের জন্য ৭০টি শয্যা বরাদ্দ ছিল। সেখানে তিনটি তলে ৭০টি করে, অর্থাৎ মোট ২১০টি কোভিড-শয্যা খুব শিগগিরই চালু করা হবে। প্রয়োজনে শয্যা আরও বাড়ানো হবে। গাববেড়িয়া হাসপাতালেও কোভিড রোগীদের জন্য ৫০টি শয্যা চালু করা হচ্ছে।

অন্য দিকে, হাওড়া জেলা হাসপাতালে বর্তমানে ৩৩টি কোভিড-শয্যা ও ১২০টি সারি-শয্যা আছে। সেখানে আরও ১০০টি কোভিড-শয্যার ব্যবস্থা করা হচ্ছে। ওই হাসপাতালে এর পরে ২০০টিরও বেশি কোভিড-শয্যা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কথায়, ‘‘শুধু শয্যা বাড়ালেই তো হবে না, তার পাশাপাশি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিয়ে উন্নত পরিকাঠামো তৈরি করতে হবে। এখন হাওড়ায় কোভিড-শয্যা ৬০০ থেকে ধাপে ধাপে বাড়িয়ে প্রায় ১৩০০ মতো করা হবে।’’

তিনি জানান, অক্সিজেনের পাইপলাইন তৈরির কাজ দ্রুত শেষ করার উপরে জোর দেওয়া হচ্ছে। কারণ, ছোট সিলিন্ডার বার বার ফুরিয়ে যাওয়ায় সেগুলি পাল্টাতে সময় নষ্ট হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement