প্রতীকী চিত্র।
করোনার দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী হওয়ায় ফের বিধিনিষেধের আওতায় হাওড়ার ১৪টি জায়গা। শনিবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে হাওড়া জেলা প্রশাসন। ইতিমধ্যেই হাওড়ার ১০টি ওয়ার্ডের ওই জায়গাগুলিকে চিহ্নিত করে তার তালিকাও প্রকাশ করা হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, হাওড়া শহর অঞ্চলের সমস্ত থানা এলাকায় সাপ্তাহিক লকডাউন চলছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে ভবিষ্যতে আরও কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে বলে জানিয়েছে হাওড়া পুর প্রশাসন।
প্রসঙ্গত, চলতি মাসের ১৫ তারিখে হাওড়ায় দৈনিক সংক্রমণের সংখ্যা ছিল ৩৬। তবে শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিনে দেখা গিয়েছে, জেলায় ৭৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। তা ছাড়া, এই ক’দিনে সংক্রমণের জেরে পাঁচ জনের মৃত্যু পর্যন্ত হয়েছে। ফলে সংক্রমণে রাশ টানতে ফের কড়াকড়ির পথে হাঁটল প্রশাসন।