Durga Puja 2022

নিঃসঙ্গ প্রবীণদের বেলুড় মঠে পুজো দর্শনে নিয়ে গেল হাওড়া সিটি পুলিশ

রবিবার সকালে তাঁদের নিয়ে বেলুড় মঠে পৌঁছন পুলিশ আধিকারিকরা। সেখানে বেশ খানিক ক্ষণ কাটান তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২২ ০২:২৩
Share:

বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে ঠাকুর দেখতে গেল হাওড়া সিটি পুলিশ।

কারও বয়স ষাট, কেউবা সত্তর ছুঁইছুঁই। কারও সন্তান আমেরিকা, কারও বা লন্ডন অথবা জার্মানিতে কর্মরত। অর্থের প্রাচুর্য থাকলেও কার্যত একাকী কাটে জীবন। দুর্গাপুজোর মানে তাঁদের কাছে জানলার পর্দা সরিয়ে রাস্তায় চলমান মানুষকে দেখা আর কানে লাউড স্পিকারের শব্দ শোনা। এ বার অবশ্য ছবিটা অন্য রকম। বদলে দিলেন হাওড়ার পুলিশ কমিশনার প্রবীনকুমার ত্রিপাঠি। তাঁরই উদ্যোগে এই সব বৃদ্ধ-বৃদ্ধাদের নিয়ে ঠাকুর দেখতে গেল হাওড়া সিটি পুলিশ।

Advertisement

রবিবার সকালে তাঁদের নিয়ে বেলুড় মঠে পৌঁছন পুলিশ আধিকারিকরা। সেখানে বেশ খানিক ক্ষণ কাটান তাঁরা। ৪০ জনের এই দলের সকল সদস্যকে ঠাকুর দর্শনের পাশাপাশি মঠে এক সঙ্গে বসে ভোগ খান পুলিশ আধিকারিকরা। দীর্ঘ দিনের একাকিত্ব কাটিয়ে এই ভাবে সকলে মিলে ঠাকুর দেখায় আপ্লুত বৃদ্ধ-বৃদ্ধারা। এই উদ্যোগের জন্য তাঁরা পুলিশকর্মীদের সাধুবাদ জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement