ধৃতের সঙ্গে আধিকারিকরা। —নিজস্ব চিত্র।
ে
আবার মোটা অঙ্কের টাকা এবং গয়না উদ্ধার হল হাওড়া স্টেশনে। গ্রেফতার হয়েছেন এক যাত্রী। রবিবার বিজ্ঞপ্তি দিয়ে এই খবর জানিয়েছে পূর্ব রেল।
রেল জানিয়েছে, শনিবার হাওড়া স্টেশনে তল্লাশি করছিলেন আরপিএফ আধিকারিকরা। সেখানে এক যাত্রীর ব্যাগ থেকে থরে থরে নোটের ব্যান্ডিল পাওয়া যায়। শুধু তাই নয়। ওই ব্যাগেই সাজিয়ে রাখা ছিল সোনার গয়না। কোথা থেকে এই টাকা এবং গয়না পেয়েছেন, কার কাছে সেগুলো নিয়ে যাচ্ছেন, এর কোনও সদুত্তর ওই যাত্রী দিতে পারেননি বলে অভিযোগে। এর পর তাঁকে আটক করা হয়। পরে শুরু হয় টাকা গোনা। রেলের দাবি ওই ব্যাগে নগদ ৩০ লক্ষ টাকা ছিল। যে পরিমাণ সোনার গয়না পাওয়া গিয়েছে, তার ওজন প্রায় ৪০০ গ্রাম। বাজারমূল্য আনুমানিক ২৪ লক্ষ ৪০ হাজার টাকা।
রবিবার পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এখন ধৃতকে জিজ্ঞাসাবাদ করছেন আয়কর দফতরের আধিকারিকরা। শনিবার ওই যাত্রীর ব্যাগ পরীক্ষা করার সময় তাঁকে পাকড়াও করেন আরপিএফ আধিকারিকরা ইতিমধ্যে বাজেয়াপ্ত টাকা এবং গয়না আয়কর দফতরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই টাকার উৎস জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
গত কয়েক মাসে হাওড়া স্টেশনে এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। গ্রেফতারও হয়েছেন একাধিক ব্যক্তি।