arrest

বিজেপি-তে যাওয়া রাজীব-ঘনিষ্ঠ প্রাক্তন পঞ্চায়েত প্রধান দুর্নীতির অভিযোগে ধৃত হাওড়ায়

তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। আদালত তাঁকে ৩ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ২১ জুন ২০২১ ১৬:৫৫
Share:

গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে প্রাক্তন পঞ্চায়েত প্রধানকে। নিজস্ব চিত্র

দুর্নীতির অভিযোগে গ্রেফতার হাওড়ার জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান। তিনি বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত। তৃণমূল ছেড়ে বিজেপি-তে যাওয়া গোবিন্দ হাজরা নামে ওই নেতাকে সোমবার সকালে তাঁর লিলুয়ার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। জামিনঅযোগ্য ধারায় মামলা করা হয়েছে গোবিন্দর বিরুদ্ধে। আদালত তাঁকে ৩ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে।

Advertisement

৪ বারের পঞ্চায়েত প্রধান ছিলেন গোবিন্দ। তাঁর আমলে পঞ্চায়েতে আর্থিক দুর্নীতি হয়েছে, সম্প্রতি এমন অভিযোগ ওঠে। কয়েক দিন আগে তাঁর বিরুদ্ধে লিলুয়া থানায় অভিযোগ দায়ের করেন জগদীশপুর গ্রাম পঞ্চায়েতেরই উপপ্রধান সোনামণি কর্মকার। তার পর পুলিশ তদন্তে নামে। সোমবার গ্রেফতার করা হয় গোবিন্দ হাজরাকে। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে।

ডোমজুড় বিধানসভা কেন্দ্রের জগদীশপুর অঞ্চলের দাপুটে নেতা গোবিন্দ। বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগদান করেন তিনি। রাজীব-ঘনিষ্ঠ ওই নেতা তাঁর হয়ে প্রচারেও নামেন। গত ২ মে ভোটের ফল প্রকাশের পরেই ভাঙচুর চলে গোবিন্দর বাড়িতে। তা নিয়ে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। এর কিছু দিন পরেই অনাস্থা এনে গোবিন্দকে প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

Advertisement

গ্রেফতার নিয়ে যা বলার তিনি আদালতেই বলবেন বলে জানিয়েছেন গোবিন্দ। তবে হাওড়া সদরের বিজেপি নেতা সুরজিৎ সাহার অভিযোগ, ‘‘গোবিন্দ হাজরা যত দিন তৃণমূলে ছিলেন, তত দিন কোনও অভিযোগ হয়নি। এখন বিজেপি করাতেই তাঁকে ফাঁসানো হচ্ছে।’’ বিজেপি-র দাবি উড়িয়ে দিয়ে রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় বলেন, ‘‘নির্দিষ্ট অভিযোগ পেয়েই পুলিশ ব্যবস্থা নিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। সে তিনি যে দলেরই হন না কেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement