Howrah

হাওড়া স্টেশন থেকে উদ্ধার ৪৫ লক্ষ টাকার বিদেশি সিগারেট

আরপিএফ সূত্রে খবর, গোডাউনে ১০টি বড় বড় প্যাকিং বাক্স পড়ে থাকতে দেখা যায়। কর্তব্যরত জওয়ানদের সন্দেহ হওয়াতে সেগুলি পরীক্ষা করা হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৩ ২৩:১৩
Share:

নিজস্ব চিত্র।

হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে উদ্ধার প্রচুর বিদেশি সিগারেট। শুক্রবার সকালে নিউ কমপ্লেক্সের গোডাউনে শেডের নীচ থেকে বিদেশ সিগারেট উদ্ধার করে আরপিএফ। অনুমান, অন্তত ৪৫ লক্ষ টাকার সিগারেট মিলেছে সব মিলিয়ে।

Advertisement

আরপিএফ সূত্রে খবর, গোডাউনে ১০টি বড় বড় প্যাকিং বাক্স পড়ে থাকতে দেখা যায়। কর্তব্যরত জওয়ানদের সন্দেহ হওয়াতে সেগুলি পরীক্ষা করা হয়। বাক্সগুলি খুলতেই প্রচুর পরিমাণে কোরিয়ার সিগারেট পাওয়া যায়। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, দিল্লির একটি কোম্পানি কলকাতায় এই বাক্সগুলি পাঠিয়েছিল। বলা হয়েছিল, ওই বাক্সে অটোর যন্ত্রাংশ, ইলেকট্রনিক্স জিনিসপত্র, জুতো এবং বই রাখা আছে। কিন্তু তল্লাশিতে উদ্ধার হয় বিদেশি সিগারেট। আরপিএফের পক্ষ থেকে সমস্ত সিগারেট বাজেয়াপ্ত করে শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে।।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement