দ্বিতীয় হুগলি সেতুতে গাড়িতে আগুন। — নিজস্ব চিত্র।
দ্বিতীয় হুগলী সেতুতে একটি মহার্ঘ চার চাকা গাড়িতে আগুন। কলকাতাগামী গাড়িতে আগুন লেগে যায়। এর জেরে সেতুর দুটি লেনে বন্ধ হয়ে পড়ে যান চলাচল।দমকলের একটি ইঞ্জিন গাড়ির আগুন নেভানোর চেষ্টা করছে।
জানা গিয়েছে, মার্সেডিজ়ের সেডানটি দ্বিতীয় হুগলি সেতু দিয়ে কলকাতার দিকে আসছিল। অ্যাপ্রোচ রোড বা সংযোগকারী রাস্তা ধরে সেতুর উপরে উঠতেই বিলাসবহুল গাড়িটিতে আগুন ধরে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে মহার্ঘ গাড়িটি। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর প্রক্রিয়া শুরু করে। ঘটনায় কেউ হতাহত হননি।
দমকলের বেশ কিছু ক্ষণের চেষ্টায় গাড়ির আগুন নেভানো সম্ভব হয়। তবে, কী কারণে গাড়িটিতে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। পরে ব্রেকডাউন ভ্যান দিয়ে টেনে গাড়িটিকে সেতুর উপর থেকে সরানো হয়। তার পর যান চলাচল স্বাভাবিক হয়।
আগুন নেভানোর পর। — নিজস্ব চিত্র।