Fire

ভোর রাতে একই সময়ে উলুবেড়িয়ার তিন বাজারে অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অন্তত ৩০ দোকান

স্থানীয় সূত্রে খবর, উলুবেড়িয়া লকগেট বাজার, উলুবেড়িয়া বাজার এবং ১১ ফটক বাজারে রাত দেড়টা নাগাদ আগুন লাগে। স্থানীয়েরা দমকলে খবর দিয়ে প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

উলুবেড়িয়া শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০২২ ১৬:৫৬
Share:

প্রতীকী ছবি।

হাওড়ার উলুবেড়িয়ায় তিন-তিনটি বাজারে আগুন লেগে পুড়ে ছাই বহু দোকান। বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মহকুমা শাসকের কার্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বে তিনটি পৃথক বাজারে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের মোট চারটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। উলুবে়ড়িয়া পুলিশ সূত্রে খবর, সব মিলিয়ে অন্তত ৩০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, উলুবেড়িয়া লকগেট বাজার, উলুবেড়িয়া বাজার এবং ১১ ফটক বাজারে রাত দেড়টা নাগাদ আগুন লাগে। স্থানীয়েরা দমকলে খবর দিয়ে প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রথমে দমকলের দু’টি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। পরে আরও দু’টি ইঞ্জিন আনা হয়। দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

পুলিশ সূত্রে খবর, জামা-কাপড়, খাবার, জুতো, ফলের দোকান, স্টেশনারি সামগ্রীর বেশ কয়েকটি দোকান পুড়ে গিয়েছে। তবে আগুন লাগার কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রায় একই সময়ে তিনটি বাজারে আগুন লাগায় স্থানীয়েরা অনেকেই সন্দেহ প্রকাশ করছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement