Hooghly

পার ডানকুনিতে প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড, পরিস্থিতি নিয়ন্ত্রণে দমকলের পাঁচ ইঞ্জিন

স্থানীয় সূত্রে খবর, এমএসবিডি কাস্টিং কারখায় আগুন লাগে। প্লাস্টিকের নানা সামগ্রী তৈরি হয় ওই কারখানায়। সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও দু’টি গুদামে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ মে ২০২৩ ১০:২৪
Share:

নিজস্ব চিত্র।

হুগলির ডানকুনিতে অগ্নিকাণ্ড। পার ডানকুনিতে দিল্লির রো়ডের পাশে প্লাস্টিক কারখানার আগুন লাগে সোমবার সকালে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, এমএসবিডি কাস্টিং কারখায় আগুন লাগে। প্লাস্টিকের নানা সামগ্রী তৈরি হয় ওই কারখানায়। সেখানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও দু’টি গুদামে। ধোঁয়া দেখেই বাইরে বেরিয়ে আসেন কারখানার শ্রমিকেরা। লক্ষ্মিকান্ত দাস নামে এক শ্রমিক বলেন, ‘‘আমাদের সুপার ভাইজারই জানান যে, কারখানায় আগুন লেগেছে। তা শুনেই আমরা সব কোয়ার্টার থেকে বেরিয়ে যাই। বাইরে বেরিয়ে দেখি, ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা।’’

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডানকুনি থানার পুলিশ। তবে কী কারণে আগুন লেগেছে, তা এখনও নির্ধারণ করা যায়নি বলেই খবর দমকল সূত্রে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement