প্রতীকী ছবি।
নদিয়ার হাঁসখালিতে তৃণমূল নেতা খুনের ঘটনায় হুগলি থেকে গ্রেফতার দু’জন। সম্পর্কে তাঁরা বাবা এবং ছেলে। ধৃতেরা হলেন শেখ গিয়াসউদ্দিন বিশ্বাস এবং তাঁর ছেলে শাহিন বিশ্বাস। শনিবার ওই দু’জনকে হুগলি (গ্রামীণ) পুলিশের পান্ডুয়া থানার পুলিশ বৈঁচি স্টেশন সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করে। পরে তাঁদের হাঁসখালি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
গত সপ্তাহে হাঁসখালির বড় চুপরিয়া বাজারে চায়ের দোকানের সামনে গুলি করে খুন করা হয় আমোদ আলি বিশ্বাসকে। তাঁকে বগুলা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, আততায়ীরা পাঁচ জন বাইকে করে এসেছিলেন। তাঁদের তিন জনের মুখ ঢাকা ছিল। খুনের ঘটনার পরেই চায়ের দোকানের মালিককে গ্রেফতার করা হয়। শুক্রবার রাতে আব্দুল কালাম বিশ্বাস নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করে হাঁসখালির পুলিশ। তার পর শনিবার গ্রেফতার হলেন বাবা এবং ছেলে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, গিয়াসউদ্দিন ও তাঁর ছেলে খুনে জড়িত। শুরু থেকেই তাঁদের খোঁজ করা হচ্ছিল। তাঁদের খোঁজে ভিন্রাজ্যে গিয়েছিল পুলিশ। দু’জন বৈঁচিতে এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন, এই খবর পেয়েই অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়। হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ বলেন, ‘‘রানাঘাট পুলিশ ঘটনার তদন্ত করছিল। সব থানাকে সতর্ক করা হয়। সূত্র মারফত খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ খুব তৎপরতার সঙ্গে দু’জনকে গ্রেফতার করে। অভিযুক্তদের হাঁসখালি থানার হাতে তুলে দেওয়া হয়েছে।’’