CBI

Fake CBI Officer বাবা, মায়ের সামনে বসিয়ে শুভদীপকে জেরা পুলিশের, আরও নথি মিলল বাড়ি থেকে

বাবা এবং মাকে শুভদীপ নিজের সম্পর্কে কী বলেছিলেন তা খতিয়ে দেখে নেন তদন্তকারীরা। তাঁরা তল্লাশিও চালান তাঁর বাড়িতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ১৪ জুলাই ২০২১ ২১:২৫
Share:

পুলিশ শুভদীপের ব্যবহৃত গাড়িটি আটক করেছে। নিজস্ব চিত্র

ভুয়ো সিবিআই অফিসার পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ধৃত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে নিজেদের হেফাজতে পেতে তাঁর থেকে ওই চক্রটি সম্পর্কে তথ্য পেতে তৎপর পুলিশ। বুধবার তাঁকে নিয়ে যাওয়া হয় হাওড়ার জগাছার চড়কডাঙায় তাঁর নিজের বাড়িতে। সেখানে বাবা এবং মায়ের সামনে বসিয়ে জেরা করা হয়।

Advertisement

বুধবার দুপুরে শুভদীপকে নিয়ে যাওয়া হয় তাঁর বাড়ি। সেখানে তাঁকে বাবা এবং মায়ের সামনে বসিয়ে জেরা করা হয়। বাবা এবং মাকে শুভদীপ নিজের সম্পর্কে কী বলেছিলেন তা খতিয়ে দেখে নেন তদন্তকারীরা। তাঁরা তল্লাশিও চালান তাঁর বাড়িতে। শুভদীপের বাড়িতে মিলেছে, সিবিআইয়ের ভুয়ো নিয়োগপত্র এবং নকল স্ট্যাম্প। প্রতারণার ক্ষেত্রে শুভদীপ ওগুলি ব্যবহার করতেন বলেই ধারণা পুলিশের। এ ছাড়া একটি নামের তালিকাও পাওয়া গিয়েছে। মনে করা হচ্ছে, যাঁদের থেকে শুভদীপ টাকা নিয়েছেন তাঁদের নাম রয়েছে ওই তালিকায়।

শুভদীপের বাড়িতে মিলেছে দু’টি ওয়াকিটকি। তদন্তকারীদের ধারণা, তার গাড়িচালককে দিয়ে ওয়াকিটকি ব্যবহার করাতেন শুভদীপ। যাতে অন্যরা তাঁকে কেউকেটা ভাবেন। মঙ্গলবার রাতেই শুভদীপের ব্যবহার করা গাড়িটি আটক করেছে পুলিশ। কলকাতার রবীন্দ্র সরণি এলাকা থেকে গাড়িটি উদ্ধার করে আনা হয় জগাছা থানায়। ওই গাড়িতেই নীলবাতি লাগিয়ে ঘুরে বেড়াতেন তিনি। ওই গাড়ির চালককে ডেকেও পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

শুভদীপের ব্যবহৃত ওয়াকিটকি। নিজস্ব চিত্র

আরও পড়ুন:

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement