হাওড়ার সাঁতরাগাছি সেতুতে দুর্ঘটনায় মৃত্যু চিকিৎসকের। —প্রতিনিধিত্বমূলক চিত্র।
এক হাসপাতাল থেকে মঙ্গলবার সকালে অন্য হাসপাতালে বাইকে চেপে যাচ্ছিলেন ৪০ বছরের চিকিৎসক। পথে হাওড়ার সাঁতরাগাছি সেতুতে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। শুভাশিস ঘোষ নামে ওই চিকিৎসক অ্যানাসথেশিস্ট। মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শুভাশিস হুগলির উত্তরপাড়ার বাসিন্দা। বিভিন্ন বেসরকারি হাসপাতালে অ্যানাসথেশিস্ট হিসাবে কাজ করতেন তিনি। হাওড়ার বেশ কয়েকটি নার্সিংহোমের সঙ্গে যুক্ত ছিলেন। মঙ্গলবার সকালে তিনি উলুবেরিয়ার একটি বেসরকারি নার্সিংহোম থেকে বাইকে চেপে অন্য একটি হাসপাতালে যাচ্ছিলেন। সেই সময় সাঁতরাগাছি সেতুতে দুর্ঘটনা ঘটে। একটি বেসরকারি বাস তাঁর বাইকটিকে পাশ থেকে চেপে দেয়। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর বাইক একটি ডিভাইডারে ধাক্কা মার। তার পর তা থেকে ছিটকে পড়েন তিনি।
এই ঘটনায় শুভাশিসের মাথায় এবং বুকে প্রচণ্ড ধাক্কা লাগে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা শুভাশিসকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে তাঁর পরিবারের লোকজন এবং বিভিন্ন হাসপাতালের কর্মীরা পৌঁছন হাওড়া জেলা হাসপাতালে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পরিবার সূত্রে খবর, ওই চিকিৎসকের স্ত্রী এবং এক শিশু পুত্র রয়েছে।