CPM

ব্যান্ডেলে সিপিএম-এর পার্টি অফিস ভাঙচুর, রাজনৈতিক ক্ষোভ থেকেই হামলা বলে অভিযোগ

এর আগে চার বার সিপিএম-এর ওই পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২১ ১৭:১৪
Share:

ভাঙা হয়েছে জানলার কাচ। —নিজস্ব চিত্র।

ব্যান্ডেলে ফের সিপিএম-এর পার্টি অফিসে ভাঙচুর। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় এখনও কোনও রাজনৈতিক সংযোগ ধরা পড়েনি। তবে রাজনৈতিক ক্ষোভ মেটাতেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ দলীয় নেতৃত্বের।

Advertisement

ব্যান্ডেলের কাজিডাঙায় এই ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে কাজিডাঙা মোড়ে সিপিএম-এর কোদালিয়া এরিয়ে কমিটির পার্টি ভাঙচুর করে দুষ্কৃতীরা। শনিবার সকালে পার্টি অফিস খুলতে এসে জানলার কাচ চুরমার দেখে তা জানতে পারেন দলের কর্মীরা। তাতেই উত্তেজনা ছড়ায় এলাকায়।

এর আগে চার বার সিপিএম-এর ওই পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়। হুগলি জেলা সিপিএম কমিটির সদস্য মল সরকারের অভিযোগ, রাজনৈতিক ক্ষোভ মেটাতেই হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। বিষয়টি তদন্ত করে দেখছে ব্যান্ডেল পুলিশ ফাঁড়ি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement