ভ্রমণ সংস্থার অফিসে চড়াও মোটরবাইক বাহিনী। —নিজস্ব চিত্র।
দশ দিনের জন্য আড়াই লক্ষ টাকার প্যাকেজে কেরলে বেড়াতে গিয়ে ভ্রমণ সংস্থার চূড়ান্ত অব্যবস্থার শিকার হয়েছেন। পছন্দ হয়নি হোটেলও। এই অভিযোগে কেরল থেকেই ফোন করে ওই সংস্থার মালিকের সঙ্গে চলে তর্কাতর্কি। এমনকি, মোটরবাইক বাহিনী চ়ড়াও হয়েছে ওই সংস্থার অফিসে। মঙ্গলবার এক তৃণমূল কাউন্সিলর এবং প্রোমোটারের নামে এই অভিযোগ করেছেন ওই সংস্থার মালিক।
মঙ্গলবার চুঁচুড়ার ফুলপুকুরের ওই ভ্রমণ সংস্থার মালিক অলোক পাঠকের দাবি, পনেরোটি মোটরবাইকে চড়ে জনা তিরিশেক যুবক তাঁর অফিসে চড়াও হয়ে শাসিয়ে গিয়েছেন। বেশির ভাগ মোটরবাইকেই তৃণমূলের পতাকা লাগানো। একটি বাইকে পুলিশের স্টিকারও লাগানো ছিল। যদিও পুলিশি তৎপরতায় বড়সড় অশান্তি হয়নি।
অলোকের অভিযোগ, ‘‘বাকি পর্যটকদের কোনও অসুবিধা হয়নি। শুধু শাসকদলের এক কাউন্সিলার এবং তাঁর সঙ্গীদের বায়না মানা হয়নি বলেই সমস্যা করছেন তাঁরা। বেড়াতে গিয়ে হোটেল পছন্দ হয়নি ওই কাউন্সিলরের। তাই সেখান থেকে ফোন করে গুন্ডাবাহিনী পাঠিয়েছেন তিনি।’’ যদিও ওই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করলেও তাঁর নাম প্রকাশ্যে আনেননি তিনি। অলোক বলেন, ‘‘২৬ বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করছে আমার সংস্থা। এক জন তৃণমূল কাউন্সিলর এবং চন্দননগরের এক প্রোমোটার সপরিবার বেড়াতে গিয়েছিলেন। যদি আমাদের পরিষেবা খারাপ হয়, তার জন্য আইন-আদালত রয়েছে। সে জন্য এ ভাবে অফিসে চড়াও হতে হবে?’’ যদিও পর্যটকদের পাল্টা দাবি, ভ্রমণ সংস্থা চুক্তি মানেনি। পর্যটকদের ন্যূনতম সুবিধার ব্যবস্থা করেনি।