Murshidabad

মুর্শিদাবাদে রাসের মেলা দেখতে বেরিয়ে নিখোঁজ, সকালে নয়ানজুলিতে মিলল দেহ, চলছে তদন্ত

মৃতের নাম তজিমুদ্দিন মণ্ডল (৪৫)। মঙ্গলবার রাসের মেলা দেখতে গিয়েছিলেন ওই ব্যক্তি। আর ফেরেননি। সারা রাত নিখোঁজ থাকার পর শেষমেশ বুধবার সকালে রাস্তার ধারের নয়ানজুলিতে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ নভেম্বর ২০২৪ ১৮:১৪
Share:
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাসের মেলা দেখতে বেরিয়ে নিখোঁজ ব্যক্তির দেহ নয়ানজুলিতে। বুধবার মুর্শিদাবাদে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম তজিমুদ্দিন মণ্ডল (৪৫)। পেশায় দিনমজুর তজিমুদ্দিন মুর্শিদাবাদের সাগরপাড়ার বারোমশিয়া এলাকার বাসিন্দা।

Advertisement

বুধবার সকালে মুর্শিদাবাদের সাগরপাড়ার সিপাহীর চক এলাকায় ওই ব্যক্তির দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, ওই ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়েছে। সন্দেহভাজন কয়েকজনের নামে সাগরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিজনেরা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে ইতিমধ্যেই দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মৃতের পরিজনেরা জানান, মঙ্গলবার রাতে তিনি রাসের মেলা দেখতে গিয়েছিলেন। তার পর থেকে সারা রাত খোঁজ মেলেনি তাঁর। বুধবার সকালে বাড়ি থেকে মাত্র কিলোমিটারখানেক দূরে রাস্তার ধারের নয়ানজুলিতে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন পথচারীরা। তাঁরাই পুলিশে খবর দেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কী ভাবে ওই ব্যক্তির মৃত্যু হল, তাঁকে সত্যিই পিটিয়ে খুন করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Advertisement

মৃতের আত্মীয় আনিসুল মোল্লা বলেন, ‘‘ওকে একা পেয়ে পিটিয়ে মারা হয়েছে। কিন্তু কে বা কারা এই কাজ করল, কিছুই বুঝে উঠতে পারছি না। পুলিশে অভিযোগ জানিয়েছি। তদন্ত করে দোষীদের খুঁজে বের করা হোক।’’ এ বিষয়ে ডোমকলের এসডিপিও শুভম বাজাজ বলেন, ‘‘পরিবারের লোকের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর কারণ পরিষ্কার হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement