Accident

কাকভোরে নয়ানজুলিতে পর্যটক বোঝাই বাস, হরিপালে মৃত এক, আহত অন্তত ৩৫ জন

গত সোমবার পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন রায়দিঘীর ৬৭ জন বাসিন্দা। ফেরার পথে হরিপালে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় বাসটি। তাতে এক মহিলার মৃত্যু হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হরিপাল শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ০৯:৫১
Share:

নয়ানজুলিতে বাস, মৃত্যু এক মহিলার। নিজস্ব ছবি।

অযোধ্যা পাহাড় থেকে দক্ষিণ ২৪ পরগনা ফেরার পথে হুগলির হরিপালে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পর্যটক বোঝাই বাস। মৃত্যু হয়েছে এক মহিলার। আহত অন্তত ৩৫ জন বাসযাত্রী। কী করে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

দক্ষিন ২৪ পরগনার রায়দিঘি থেকে ৬৭ জনের একটি দল গত সোমবার অযোধ্যা পাহাড়ে বেড়াতে গিয়েছিল। আহতদের থেকে জানা গিয়েছে, বুধবার ভোর সাড়ে ৪টে নাগাদ হরিপাল দিয়ে কলকাতার দিকে আসছিল পর্যটক বোঝাই বাসটি। অহল্যাবাঈ রোডে আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে পড়ে যায়। বাসটি দুর্ঘটনায় পড়েছে দেখে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা। ঝাঁপিয়ে পড়েন উদ্ধারকাজে। নয়ানজুলিতে অন্তত ৩৫ জনকে কমবেশি আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাপসী হালদার নামে এক মহিলার মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। আহতদের মধ্যে ৮ জনের আঘাত গুরুতর। তাঁদের কলকাতার হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না।

বেচারাম বলেন, ‘‘অযোধ্যা থেকে ফেরার পথে বাসটি উল্টে যায়। সকলেই আহত হয়েছেন। হরিপাল ও চন্ডীতলা থানার পুলিশ এবং স্থানীয়দের সাহায্যে উদ্ধার করা হয় যাত্রীদের। তাঁদের বাড়িতে খবর দেওয়া হয়েছে।’’

Advertisement

বাসযাত্রী বিশ্বজিৎ মন্ডল, মিনতি কপার, গোলাপি খাঁড়া— প্রায় সকলেই বলেন, ‘‘আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। বাসটা খুব দুলছিল। সম্ভবত বাসচালকেরও ঘুম পেয়ে গিয়েছিল, তাই হেল্পার বাস চালাচ্ছিলেন। একটি গাড়ির পিছনে ধাক্কা মেরে নয়ানজুলিতে উল্টে যায় আমাদের বাসটি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement