প্রাক্তন বিধায়ক পদ্মনিধি ধরের প্রথম মৃত্যু।
বালি গ্রামাঞ্চলে শিক্ষা, ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনে তাঁর ভূমিকা ছিল। প্রাক্তন বিধায়ক পদ্মনিধি ধরের প্রথম মৃত্যুবার্ষিকীতে সেই বালি গ্রামাঞ্চল ত্রীড়া সমিতির উদ্যোগে আয়োজন হল রক্তদানের। প্রাক্তন বিধায়কের স্মরণে অতিমারির সময়ে রক্ত-সঙ্কট কাটানোর চেষ্টায় সহযোগিতায় ছিল কিশোর বাহিনী ও পদ্মনিধি ধর স্মৃতিরক্ষা কমিটি। শিবিরের উদ্বোধন করেন ফুটবলার সংগ্রাম মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার সত্যব্রত ভৌমিক, শিলটন পাল, সাঁতারু সায়নী ঘোষ, রিমো সাহা, আইনজীবী অশোক বন্দ্যোপাধ্যায়, ছাত্র-নেত্রী দীপ্সিতা ধর প্রমুখ।