Belur Math

Belur Math: ২৩ ফেব্রুয়ারি থেকে ভক্তদের জন্য খুলে যাচ্ছে বেলুড় মঠ, মানতে হবে কোভিডবিধি

আগামী ৪ মার্চ রামকৃষ্ণ দেবের জন্মতিথিতে ভক্তদের জন্য সময়সীমা বাড়ানো হবে। ওই দিন প্রসাদ বিতরণও করা হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বেলুড় শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ ২২:৩৪
Share:

—ফাইল চিত্র।

প্রায় দেড় মাস পর আবার খুলতে চলেছে বেলুড় মঠ। আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে কোভিডবিধি মেনে ভক্তদের জন্য মঠ খুলে দেওয়া হবে। বৃহস্পতিবার অছি পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মঠ কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়, সকাল ৭টা থেকে বেলা ১১টা এবং বিকেল সাড়ে ৩টে থেকে সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠের দরজা। তবে দেখা যাবে না আরতি। প্রসাদ বিতরণও করা হবে না।

Advertisement

আগামী ৪ মার্চ রামকৃষ্ণ দেবের জন্মতিথিতে ভক্তদের জন্য সময়সীমা বাড়ানো হবে। ওই দিন প্রসাদ বিতরণও করা হবে। বেলুড় মঠ কর্তৃপক্ষের কড়া নির্দেশ, কোভিডবিধি মেনে মাস্ক পরে এবং শারীরিক দূরত্ববিধি মেনে চলতে হবে দর্শনার্থীদের।

কোভিড-স্ফীতি নজরে রেখেই গত ২৭ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। পরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয় মঠ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement