বেলুড় রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দির নিজস্ব চিত্র।
সেফ হোমের পর এ বার বেলুড় মঠে হতে চলেছে কোভিড টিকাকরণ শিবির। বেসরকারি হাসপাতালের সঙ্গে যৌথ উদ্যোগে বেলুড় রামকৃষ্ণ মিশন শিক্ষণ মন্দিরে ১ জুলাই থেকে এই শিবির চালু হবে।
শিবিরে কোভিশিল্ড টিকা দেওয়া হবে সরকার নির্ধারিত ৭৮০ টাকা দামে। অবশ্য গরিব মানুষদের জন্য ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
তবে প্রতিদিন নয়, সপ্তাহে মাত্র এক দিনই টিকা দেওয়া হবে। শিক্ষণ মন্দিরের অধ্যক্ষ স্বামী দিব্যগুণানন্দ মহারাজ জানান, কো-উইন অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করার পর মঠের নির্দিষ্ট নম্বরে ফোন করে অন্তত তিন দিন আগে নাম নথিভুক্ত করতে হবে। কোভিশিল্ডের দু'টি টিকা এখানে দেওয়া হবে। প্রাথমিক ভাবে প্রতি বৃহস্পতিবার ৩০০ জনকে টিকা দেওয়া হবে।