Howrah Station

ঢাউস নীল ব্যাগ খুলতেই ঝটকা! হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা, আটক এক যুবক

আরপিএফ সূত্রে খবর, আটক হওয়া ওই যুবকের নাম প্রহ্লাদরাম জাখর। রাজস্থানের বিকানেরের বাসিন্দা তিনি। এত টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন, তার সদুত্তর দিতে পারেননি ওই যুবক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ১২ মার্চ ২০২৩ ১৮:৫৯
Share:

৫০০, ২০০, ১০০ টাকার নোট মিলিয়ে প্রায় ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। —নিজস্ব চিত্র

হাওড়া স্টেশন থেকে আবার উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। উদ্ধার হওয়া নগদ টাকার পরিমাণ প্রায় ৫০ লক্ষ বলে আরপিএফ সূত্রে খবর।

Advertisement

আরপিএফ সূত্রে খবর, গত ১০ মার্চ হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছিলেন এক যুবক। সেই সময় কর্তব্যরত আরপিএফ জওয়ানরা তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন। তাঁর পিঠে থাকা নীল ব্যাগ খোলার পরই মেলে নগদ ৫০ লক্ষ টাকা।

ওই টাকা নিয়ে তিনি কোথায় নিয়ে যাচ্ছিলেন, কোথা থেকেই বা এত টাকা পেয়েছেন, তার সদুত্তর ওই যুবক দিতে পারেননি বলে খবর। ওই টাকার বৈধ কাগজ বা রসিদও দেখাতে পারেননি। এর পরই আরপিএফ তাঁকে আটক করে এবং তার সমস্ত টাকা বাজেয়াপ্ত করা হয়।

Advertisement

জানা যায়, আটক হওয়া যুবকের নাম প্রহ্লাদরাম জাখর। ৩৩ বছরের যুবকের বাড়ি রাজস্থানের বিকানেরের। আরপিএফের পক্ষ থেকে সমস্ত টাকা এবং ওই আটক ব্যক্তিকে তুলে দেওয়া হয়েছে শুল্ক দফতরের হাতে। এখন শুল্ক দফতরের আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন ওই যুবক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement