বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। —ফাইল চিত্র।
দুর্নীতিতে দলের নানা স্তরের নেতাদের সংস্রবের অভিযোগে তৃণমূলে অস্বস্তি রয়েছে। উঠতে-বসতে ‘চোর’ স্লোগান তুলছেন বিরোধীরা। চর্চা দলেও। ঘরে-বাইরে ‘চোর’ তকমায় তৃণমূল কর্মীদের একাংশ কিঞ্চিত বিব্রত। নির্বাচনী প্রচারে তাঁরা মুখ লুকোচ্ছেন। দলের এমন কর্মীদের চাঙ্গা করতে চুরির তত্ত্ব নিজের মতো ব্যাখ্যা করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বললেন, তৃণমূল ‘মানুষের মন চুরি’ করেছে। তাঁর এ হেন ব্যাখ্যায় কটাক্ষ শোনা গিয়েছে বিরোধীদের গলায়।
সোমবার দিনভর হুগলির গোঘাটে দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সারেন অরূপ। সকালে কামারপুকুর সিনেমাতলায় পথসভায় তিনি বলেন, ‘‘ওরা (বিরোধীরা) বলছে, আমরা চোর। আমি বলছি, হ্যাঁ, আমরা চোর। উন্নয়ন করে মানুষের মনকে চুরি করেছি।’’ স্থানীয় নেতা-কর্মীদের উৎসাহিত করতে তাঁর পরামর্শ, বাড়ি বাড়ি গিয়ে তাঁরা যেন রাজ্যের উন্নয়নের কথা তুলে ধরেন। তাঁর কথায়, ‘‘সিপিএম, বিজেপি, কংগ্রেসের অপপ্রচার, কুৎসার বিরুদ্ধে আমাদের লড়াই চালাতে হবে।’’ বিকেলে বদনগঞ্জ-ফলুই ২ পঞ্চায়েতের কয়েকটি কর্মিবৈঠক ও পথসভাও করেন অরূপ।
মন্ত্রীর মন্তব্য নিয়ে গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক বলেন, ‘‘তৃণমূলের চুরি রাজ্যবাসীর কাছে জলের মতো পরিষ্কার। এখন মানুষের মন চুরির নামে, মানুষের অধিকার চুরির উস্কানি দেওয়া শুরু হল।’’ কামারপুকুরের সিপিএম নেতা, তিলক ঘোষের কটাক্ষ, ‘‘উন্নয়ন নয়, সন্ত্রাস করে মানুষের মন চুরির চেষ্টা করছে তৃণমূল। মানুষ জবাব দেবেন।’’ একই প্রতিক্রিয়া কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ পালের।