Champdani Murder

খেলার মাঠে বচসা, কুপিয়ে খুন যুবককে

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মাঠের এক পাশে থাকা ক্লাবের উদ্যোগেই বর্ষবরণ উপলক্ষে মিনিবার ফুটবল প্রতিযোগিতা চলছিল স্থানীয় ছেলেদের নিয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৫ ০৫:৩৯
Share:

খেলার মাঠে যুবক খুনের ঘটনায় তদন্তে চন্দননগর কমিশনারেটের পুলিশ। বুধবার সকালে। নিজস্ব চিত্র।

খেলার মাঠে বক্স না বাজানোয় ছুরি দিয়ে এক যুবককে খুনের অভিযোগ উঠল দু’জনের বিরুদ্ধে। মূল অভিযুক্তকে ধরেছে পুলিশ। মঙ্গলবার, বর্ষবরণের রাতে ঘটনাটি ঘটেছে চাঁপদানির ৯ নম্বর ওয়ার্ডের ফেঁসুয়াবাগানে, নর্থ ব্রুক জুট মিলের মাঠে।

Advertisement

নিহতের নাম ওমপ্রকাশ রাজভর (২৫)। তিনি নর্থ ব্রুকের শ্রমিক ছিলেন। ধৃতের নাম রোহিত বেনবংশী। দু’জনেই ওই এলাকার বাসিন্দা। চন্দননগর কমিশনারেটের এক পুলিশকর্তা বলেন, ‘‘ঠিক কী কারণে খুন তা জানতে এবং খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য ধৃতকে জেরা করা হচ্ছে। অন্য অভিযুক্ত পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে।’’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই মাঠের এক পাশে থাকা ক্লাবের উদ্যোগেই বর্ষবরণ উপলক্ষে মিনিবার ফুটবল প্রতিযোগিতা চলছিল স্থানীয় ছেলেদের নিয়ে। রাত সাড়ে ১১টা নাগাদ বক্স বন্ধ করা হয়। সেই সময় ওমপ্রকাশের সঙ্গে বচসা বাধে অভিযুক্ত দু’জনের। ওমপ্রকাশ ওই ক্লাবের সদস্য।

Advertisement

অভিযোগ, তখনই আচমকা কাছে থাকা ছুরি বের করে ওমপ্রকাশের শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে রোহিত। রক্তাক্ত অবস্থায় ওমপ্রকাশ লুটিয়ে পড়েন। রোহিত এবং তার সঙ্গী পালায়। ওমপ্রকাশকে গৌরহাটি ইএসআই হাসপাতালে নিয়ে যান স্থানীয়েরা। সেখান থেকে স্থানান্তরিত করা হয় চন্দননগর মহকুমা হাসপাতালে। সেখানে পৌঁছলে মৃত ঘোষণা করা হয়।

ঘটনার জেরে বর্ষবরণের আনন্দ মাটি হয়ে যায়। খেলা বন্ধ হয়ে যায়। নিহতের বাবা রামচন্দ্র রাজভর ভদ্রেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে খুনের ধারায় মামলা রুজু করে বুধবার রোহিতকে গ্রেফতার করে পুলিশ। চন্দননগর আদালতে তোলা হলে ধৃতকে পাঁচ দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। রোহিতও জুট মিলে কাজ করে।

বুধবার ঘটনাস্থল থেকে নানা নমুনা সংগ্রহ করেন তদন্তকারী পুলিশ আধিকারিকেরা। নিহতের দাদা আনমোলের অভিযোগ, ‘‘খেলা চলাকালীন নেশাগ্রস্ত দুই যুবক এসে ভাইকে বক্স চালাতে বলে। বক্স না চালানোয় বচসার সময় ভাইকে খুন করে। দোষীর কড়া শাস্তি হোক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement