এক সময় তাঁর ইচ্ছা ছিল ট্রেনচালক হওয়ার। কিন্তু তা আর হয়ে ওঠেনি। এখন পেশায় পুরোহিত হুগলির শ্রীরামপুরের বাসিন্দা প্রভাস আচার্য। পেশায় পুরোহিত হলেও প্রভাস অবশ্য এখন ট্রেন চালান বাড়িতে। নিজেই তৈরি করে ফেলেছেন আস্ত একটা ট্রেন।
প্রভাসের তৈরি সবুজ আর হালকা হলুদ রঙের তিন কামরার ট্রেন নজর কাড়ার মতো। ইস্পাতে তৈরি কামরা। ভিতরে অবিকল ট্রেনের মতোই হাতল, বসার আসন এবং জানলা। রেললাইনও আসল রেলপথের মতোই। এমনকি তার সিগন্যাল ব্যবস্থাও। শ্রীরামপুরে নিজের বাড়ির ভিতরে বিভিন্ন জায়গা জুড়ে রেললাইন পেতেছেন প্রভাস। সেই পথ ধরেই ছোটে প্রভাসের লোকাল।
বিদ্যুতে চলে প্রভাসের ওই মডেল ট্রেন। কয়েকটি ট্রেন তৈরি করে বিক্রি করেছেন প্রভাস। কিন্তু ব্যবসায়িক ভাবে ওই ট্রেন তৈরি করার মতো অর্থ তাঁর নেই। তাই তিনি চান, কোনও উদ্যোগপতি এগিয়ে আসুন। সাফল্যের পথে গড়াক প্রভাসের ট্রেনের চাকা।