Prabhu Jagatbandhu College

সংঘর্ষের পরে থমথমে কলেজ, বাতিল সব ক্লাস

তৃণমূল বিধায়ক প্রিয়া পালের কলেজ পরিচালন সমিতির সভাপতি হওয়া নিয়ে টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে কয়েক সপ্তাহ ধরেই গোলমাল চলছিল। বুধবার দলের পতাকা তোলা নিয়ে সেই বিবাদই চরম আকার নেয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ০৬:২১
Share:

হাওড়ার আন্দুলের প্রভু জগদ্বন্ধু কলেজ। ছবি সংগৃহীত।

শাসকদলের ছাত্র সংগঠনের দুই গোষ্ঠীতে সংঘর্ষ ঘিরে বুধবার উত্তাল হয়েছিল হাওড়ার আন্দুলের প্রভু জগদ্বন্ধু কলেজ। বৃহস্পতিবারও সেখানকার পরিবেশ ছিল থমথমে। ছিল কড়া পুলিশি প্রহরা। তবে নতুন করে আর অশান্তি ছড়ায়নি। বুধবারের ঘটনার পরে আপাতত কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারি করে সমস্ত ক্লাস বাতিল থাকার কথা ঘোষণা করেছেন। তবে পরীক্ষা এবং প্রশাসনিক কাজ এ দিন স্বাভাবিক ভাবেই হয়েছে বলে জানিয়েছেন অধ্যক্ষ সুব্রতকুমার রায়।

Advertisement

উল্লেখ্য, সাঁকরাইলের তৃণমূল বিধায়ক প্রিয়া পালের কলেজ পরিচালন সমিতির সভাপতি হওয়া নিয়ে টিএমসিপির দুই গোষ্ঠীর মধ্যে কয়েক সপ্তাহ ধরেই গোলমাল চলছিল। বুধবার দলের পতাকা তোলা নিয়ে সেই বিবাদই চরম আকার নেয়। এ দিন অধ্যক্ষ বলেন, ‘‘ক্লাস বাতিল থাকলেও পরীক্ষা বা ফর্ম জমা দেওয়ার কাজ চলবে। পরিস্থিতি ঠিক থাকলে বড়দিনের ছুটির পরে ২ জানুয়ারি আবার ক্লাস চালু হবে।’’

এ দিনও দক্ষিণ হাওড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক নন্দিতা চৌধুরী দাবি করেছেন, ওই কলেজটি যে হেতু তাঁর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, তাই আগামী মার্চে কলেজের নতুন পরিচালন সমিতিতে তিনিই সভাপতি হবেন। নন্দিতা বলেন, ‘‘শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু গোটা বিষয়টি দেখছেন। তবে এই নিয়ে কলেজে দু’টি গোষ্ঠী তৈরি হয়েছে বলা হলেও আমি মনে করি, আমার কোনও গোষ্ঠী নেই।’’

Advertisement

অন্য দিকে প্রিয়া বলেন, ‘‘দল আমাকে বলেছিল দক্ষিণ হাওড়ার বিধায়ক যে হেতু স্নাতক নন, তাই আমাকে পরিচালন সমিতির সভাপতি হতে। দল মনে করলে সরে যাব। তবে তার পরেও নন্দিতাদি সভাপতি হতে পারবেন বলে মনে হয় না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement