ফাইল ছবি
ডানকুনিতে জমায়েত করে মাস্ক পরা ও টিকা নেওয়ার বিরুদ্ধে প্রচার চালাল একটি সংগঠন। ওই সংগঠনের দাবি করোনা নিয়ে বিশ্ব জুড়ে ব্যবসা চলছে। মাস্ক পরতে এবং টিকা নিতে বলার পিছনেও ব্যবসায়িক উদ্দেশ কাজ করছে।
এই সংগঠনের সদস্য সৌরভ বসাক বলেন, ‘‘আমরা করোনা নিয়ে মানুষকে সচেতন করছি। এর পক্ষে-বিপক্ষে যুক্তি তথ্য তুলে ধরছি।’’ সংগঠনের আরও এক সদস্য হোমিওপ্যাথি চিকিৎসক রাজেশ রায়ের অভিযোগ, ‘‘সাধারণ মানুষ যারা বিজ্ঞান বোঝেন না তাঁদের মাস্ক পরিয়ে রাখা হচ্ছে।’’
ডানকুনিতে সংগঠনটির এই প্রচার ইতিমধ্যেই নেট মাধ্যমে ভাইরাল হয়েছে। তাই নড়েচড়ে বসেছে জেলা প্রশাসন। হুগলির জেলা শাসক পি দীপাপ প্রিয়া বলেন,‘‘ওই সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মহকুমাশাসককে বলা হয়েছে, পুলিশকে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যেই ডানকুনি পুরসভা আইনি নোটিশ ধরিয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।’’