truck

সাঁতরাগাছি সেতুতে দুর্ঘটনা, রেলিং ভেঙে জলে পড়ল ট্রাক, খোঁজ নেই চালক, খালাসির

চালক এবং খালাসির এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি। তাঁদের উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হাওড়া শেষ আপডেট: ১৭ জুলাই ২০২১ ১৪:৫৩
Share:

রেলিং ভেঙে জলে ট্রাক। নিজস্ব চিত্র।

হাওড়ার সাঁতরাগাছি সেতুতে ভয়াবহ দুর্ঘটনা। রেলিং ভেঙে জলে পড়ল ট্রাক। বেশ কিছু ক্ষণের চেষ্টায় ট্রাকটি উদ্ধার করা গিয়েছে। তবে চালক এবং খালাসির এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি। তাঁদের উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।

Advertisement

শনিবার ভোরে কোনা এক্সপ্রেস ওয়েতে ঘটে ওই দুর্ঘটনা। সাঁতরাগাছি সেতুর রেলিং ভেঙে প্রায় ৩০ ফুট নীচে পড়ে যায় ট্রাকটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কলকাতার দিক থেকে সাঁতরাগাছির দিকে যাচ্ছিল লরিটি। বেপরোয়া গতি থাকার জন্য নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ট্রাকটি। সেটা সজোরে ধাক্কা মারে সেতুর রেলিংয়ে। সেই ধাক্কার অভিঘাতে উল্টো দিকের রেলিংয়েও ধাক্কা মারে ট্রাকটি। এর পর লরিটি রেলিং ভেঙে ঝিলের জলে পড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল কর্মী এবং পুলিশ। ঘণ্টা তিনেকের চেষ্টায় ক্রেন দিয়ে উদ্ধার করা হয় ট্রাকটি। পরে ব্রেকডাউন ভ্যানের সাহায্যে ট্রাকটি সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে সেটার চালক এবং খালাসির এখনও খোঁজ মেলেনি। ঝিলে তল্লাশি চালাচ্ছে উদ্ধারকারী দল। দুর্ঘটনার জেরে কিছু ক্ষণ ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement