মর্মান্তিক: পড়ুয়া ভর্তি এই স্কুলবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে গেলে মৃত্যু হয় এক মহিলা হকারের। শুক্রবার, হাওড়া ময়দানে। —নিজস্ব চিত্র।
পড়ুয়াদের নিয়ে ফেরার সময়ে তীব্র গতিতে আসছিল একটি স্কুলবাস। মাঝে একটি বাঁক ঘোরার সময়ে চালক কোনও ভাবে নিয়ন্ত্রণ হারান। আর তাতেই ঘটল বিপত্তি। স্কুলবাসটি সোজা ফুটপাতে উঠে গিয়ে পিষে দিল এক মহিলা হকারকে। ধাক্কার অভিঘাতে আহত হলেন আরও দু’জন হকার। এই দৃশ্য দেখে আতঙ্কে কান্নাকাটি শুরু করে দেয় পড়ুয়ারা। শুক্রবার বিকেল চারটে নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে হাওড়া ময়দানে। পুলিশ জানিয়েছে, মৃত হকারের নাম রেখাশঙ্কর দেবী (৫২)। তিনি দীর্ঘদিন ধরে ওই ফুটপাতেই ব্যবসা করতেন। আহত আরও দুই হকারকে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়াদের নিয়ে বাসটি এ দিন হাওড়া ময়দানের মহাত্মা গান্ধী রোড থেকে ফাঁসিতলার দিকে যাচ্ছিল। বাঁক ঘোরার সময়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারে একটি বাতিস্তম্ভে ধাক্কা মারেন। এর পরেই বাসটি ফুটপাতে উঠে গিয়ে ওই মহিলা হকারকে পিষে দেয়। বাসের ধাক্কায় চোট পান পাশে থাকা আরও দু’জন হকার।
এ দিকে, এই দৃশ্য দেখে ভয়ে চিৎকার শুরু করে বাসে থাকা পড়ুয়ারা। ঘটনাটি দেখে সামনের ট্র্যাফিক অফিস থেকে ছুটে আসেন পুলিশের পদস্থ অফিসারেরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন উপ-নগরপাল (ট্র্যাফিক) সুজাতাকুমারী বীণাপাণি। স্থানীয় বাসিন্দারাই আহত দুই হকারকে হাওড়া জেলা হাসপাতালে পাঠান। এর পরে বাসে থাকা পড়ুয়াদের শান্ত করে স্কুল কর্তৃপক্ষকে খবর দেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী, রফিকুল হাসান নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘‘বাচ্চারা বাসের ভিতরে ছিল। বাসটি তীব্র গতিতে এসে বাঁক নেওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে দোকান ভেঙে ঢুকে পড়ে। যে মহিলা এই ফুটপাতে বসতেন, তাঁকে পিষে দেয়।’’ পুলিশ জানিয়েছে, স্কুলবাসটি আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে চালককে। বাসে থাকা পড়ুয়াদের অন্য বাসে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।