factory

Factory: সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ডানকুনির বিস্কুট কারখানায়, কাজ হারালেন ৫০০ শ্রমিক

কারখানার গেটে বিক্ষোভ দেখান তাঁরা। দ্রুত কারখানা খোলার দাবি জানিয়েছেন তাঁরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২২ ১৪:৩৪
Share:

কারখানার গেটে শ্রমিকদের জমায়েত। নিজস্ব চিত্র

বিস্কুট কারখানায় ঝোলানো হল সাসপেনশন অব ওয়ার্কের নোটিস। তার জেরে কাজ হারালেন ৫০০ শ্রমিক। সোমবার এই ঘটনা ঘটেছে হুগলির ডানকুনিতে সোনা বিস্কুট নামে একটি সংস্থায়।
গত এক বছর ধরে ডানকুনির ওই কারখানাটিতে শ্রমিকদের কাজ অনিয়মিত ছিল। শ্রমিকদের দাবি, মাসে ১২ দিন কাজ হত। তবে বাকি দিনগুলি কারখানা বন্ধই থাকত। কর্তৃপক্ষের দাবি, করোনা পরিস্থিতি এবং উৎপাদন খরচ বৃদ্ধি এই দুইয়ের জেরেই লোকসানে চলছে সংস্থাটি। সেই কারণে সোমবার অনির্দিষ্টকালের জন্য সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝুলিয়ে দেন কর্তৃপক্ষ।

Advertisement

শ্রমিকদের অভিযোগ, তাঁদের সঙ্গে কোনও আলোচনা না করেই এক তরফা সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। এ নিয়ে কারখানার গেটে বিক্ষোভ দেখান তাঁরা। দ্রুত কারখানা খোলার দাবি জানিয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement