রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, বেলুড়। সংগৃহীত ছবি।
ইন্টারনেটের দুনিয়ায় সকাল থেকে রাত খবরে ভাসছে আমজনতা। মুঠোফোনে হোক বা ল্যাপটপে ক্রমাগত তথ্যের ভিড়ে দিশাহারা মানুষ। বাড়ছে সাইবার অপরাধও। এই পরিস্থিতিতে মানুষের বিভ্রান্তি দূর করতে একটি পাঠক্রম চালু করছে বেলুড়ের রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির। যার ক্লাস হবে অনলাইনে। আগ্রহীদের থেকেও আবেদন গ্রহণ করা হবে অনলাইনে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সেই প্রক্রিয়া।
প্রতিষ্ঠানের এই ‘মাস্টার ফ্যাক্ট-চেকিং’-এর কোর্সটি স্বল্পমেয়াদী। চলবে তিন মাস ধরে। ক্লাস হবে অনলাইনে। প্রতিষ্ঠানের প্লেসমেন্ট অ্যান্ড কেরিয়ার কাউন্সেলিং সেল বেসরকারি সংস্থা মিডিয়া স্কিলস ল্যাবের সঙ্গে একযোগে সংশ্লিষ্ট কোর্সের আয়োজন করবে।
প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, অনলাইন কোর্সটির ক্লাস শুরু আগামী মে মাসের প্রথম সপ্তাহে। প্রতি সপ্তাহে শুক্র এবং শনিবার সন্ধেবেলা ক্লাসের আয়োজন করা হবে। ক্লাসের জন্য মোট নির্ধারিত সময় ৩৫ ঘণ্টা। কোর্স ফি-র পরিমাণ ৫,০০০ টাকা।
পাঠক্রমে তথ্যের সত্যতা যাচাইয়ের বিভিন্ন কৌশল এবং পদ্ধতি, তথ্য যাচাইয়ের আইনি এবং নৈতিক দিক, যাচাইকরণের নিয়মবিধি, এর জন্য প্রয়োজনীয় দক্ষতা তৈরি-সহ একাধিক বিষয় পড়ানো এবং শেখানো হবে। এর জন্য কোনও যোগ্যতার মাপকাঠি স্থির করা হয়নি। কোর্স শেষে মিলবে শংসাপত্রও।
এর জন্য আগ্রহীদের প্রতিষ্ঠানের অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। এ বিষয়ে বাকি তথ্য মূল বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।