school

Hooghly: পড়ুয়াদের মাথায় খসে পড়ল ক্লাসঘরের ছাদের একাংশ! খানাকুলে গুরুতর জখম তিন ছাত্র

বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলের ময়াল কেসি রায় ইনস্টিটিউশন স্কুলে। আহতদের নাম শ্রীকান্ত মাজি, সুরজিত মাজি এবং শুভ মাজি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২২ ২২:১৮
Share:

স্কুলের তিন ছাত্র আহত হয়েছে বলে জানান শিক্ষকরা। নিজস্ব চিত্র।

পড়ুয়াদের উপর হুড়মুড় করে ভেঙে পড়ল ক্লাসঘরের ছাদের একাংশ। গুরুতর আহত হল তিন ছাত্র। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে হুগলির খানাকুলের ময়াল কেসি রায় ইনস্টিটিউশন স্কুলে। আহতদের নাম শ্রীকান্ত মাজি, সুরজিত মাজি এবং শুভ মাজি। শুভ ও শ্রীকান্ত সপ্তম এবং সুরজিত অষ্টম শ্রেণির ছাত্র।

Advertisement

বৃহস্পতিবার বিদ্যালয়ে ক্লাসের ফাঁকে ছাত্রছাত্রীদের কয়েক জন বিদ্যালয়ের পুরনো ভবনে গিয়েছিল। সেই সময় আচমকা ছাদের কিছুটা অংশ ভেঙে পড়ে। ঘটনায় আহত হয় ওই তিন ছাত্র। তড়িঘড়ি শিক্ষকরা তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। আহত ছাত্রদের মধ্যে শুভ বলে, ‘‘টিফিনের সময় পুরনো ভবনের কাছে গিয়েছিলাম। হঠাৎই সিলিং ভেঙে মাথায় পড়ে।’’

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চন্দন কুমার দোলুই বলেন, ‘‘দুপুর ১টা ৪৫মিনিট নাগাদ স্কুলে মিড-ডে মিল চলছিল। প্রথম ব্যাচের খাওয়া-দাওয়া হচ্ছে, এমন সময় পাশের পুরনো ভবনের ছাদের কিছুটা অংশ ভেঙে পড়ে। তিন জন ছাত্র জখম হয়। তাদের মাথায় এবং হাতে-পায়ে চোট লাগে। ওদের প্রাথমিক চিকিৎসার জন্য গ্রামীণ চিকিৎসককে দেখানো হয়। যদি পরে কোনও অসুবিধা হয়, তাহলে বড় জায়গায় চিকিৎসার ব্যবস্থা করা হবে।’’ তিনি আরও বলেন, ‘‘স্কুলের পুরনো ভবনটি ভগ্নদশায় রয়েছে। ওই ভবনটি ভেঙে ফেলার জন্য অনুমতি চেয়েছি। অনুমতি পেলেই আমরা ভাঙার কাজ শুরু করে দেব।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement