কোর্টে ক্যাসেট বাজাতে বাধা

খাদিম-কর্তা অপহরণ মামলার দ্বিতীয় পর্যায়ের বিচারে নর্তকী স্বাতী পাল বুধবারেও সাক্ষ্য দেন। কিন্তু এক জনের কণ্ঠস্বর সম্পর্কে তাঁর বক্তব্য জানার জন্য একটি ক্যাসেট চালানোর উদ্যোগ শুরু হতেই অভিযুক্তদের আইনজীবীরা বাধা দেন। তদন্তকারীরা জানান, মুক্তিপণ সংক্রান্ত ওই ক্যাসেটে যাঁদের কথাবার্তা ধরা আছে, তাঁরা হলেন খাদিম-কর্তা পার্থ রায়বর্মণের ভাই সিদ্ধার্থ রায়বর্মণ এবং এই মামলায় মূল অভিযুক্ত ফারহান মালিক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১১ জুন ২০১৫ ০২:৪৩
Share:

খাদিম-কর্তা অপহরণ মামলার দ্বিতীয় পর্যায়ের বিচারে নর্তকী স্বাতী পাল বুধবারেও সাক্ষ্য দেন। কিন্তু এক জনের কণ্ঠস্বর সম্পর্কে তাঁর বক্তব্য জানার জন্য একটি ক্যাসেট চালানোর উদ্যোগ শুরু হতেই অভিযুক্তদের আইনজীবীরা বাধা দেন। তদন্তকারীরা জানান, মুক্তিপণ সংক্রান্ত ওই ক্যাসেটে যাঁদের কথাবার্তা ধরা আছে, তাঁরা হলেন খাদিম-কর্তা পার্থ রায়বর্মণের ভাই সিদ্ধার্থ রায়বর্মণ এবং এই মামলায় মূল অভিযুক্ত ফারহান মালিক। আলিপুর সেন্ট্রাল জেলে বিশেষ আদালতে সরকারি কৌঁসুলি নবকুমার ঘোষ এ দিন স্বাতীকে প্রশ্ন করেন, ‘‘আপনি ফারহান মালিকের গলার স্বর চেনেন। এই ক্যাসেট শুনে আপনি কি বলতে পারবেন, সেটি কার গলার স্বর?’’ স্বাতী উত্তর দেন, ‘‘পারব।’’ কিন্তু অভিযুক্তদের আইনজীবীরা বলেন, ক্যাসেটের কপি তাঁদেরও না-দিলে তাঁরা শুনানিতে থাকবেন না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement