সুপ্রিম কোর্টে ২ তারিখ‌ শুনানি, হাইকোর্টে ৭

পাঁচশো, এক হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত সংবিধানসম্মত কি না, সুপ্রিম কোর্টে তার বিচার হবে ২ ডিসেম্বর। কেন্দ্রের ওই সিদ্ধান্ত সংবিধান মেনে হয়নি, এই অভিযোগে সর্বোচ্চ আদালতে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৬ ০৩:৩৮
Share:

পাঁচশো, এক হাজার টাকার নোট বাতিলের সিদ্ধান্ত সংবিধানসম্মত কি না, সুপ্রিম কোর্টে তার বিচার হবে ২ ডিসেম্বর। কেন্দ্রের ওই সিদ্ধান্ত সংবিধান মেনে হয়নি, এই অভিযোগে সর্বোচ্চ আদালতে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার সেই সব মামলার শুনানি ছিল। প্রধান বিচারপতি তীর্থ সিংহ ঠাকুরের ডিভিশন বেঞ্চ মামলার শুনানি ২ ডিসেম্বর পর্যন্ত মুলতুবি রেখেছে। একটি মামলার আইনজীবী কপিল সিব্বল জানান, মানুষের দুর্ভোগ সংক্রান্ত বিষয়গুলি বিচারের আগে, কেন্দ্রীয় সিদ্ধান্তের আইনগত দিকটি খতিয়ে দেখা দরকার। এ দিনই নোট বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি গিরীশ গুপ্তের ডিভিশন বেঞ্চে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল নীরজ কাউল জানান, নাগরিকদের দুর্ভোগ কমাতে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, কেন্দ্র শুক্রবারই সুপ্রিম কোর্টে সেই বিষয়ে বিস্তারিত হলফনামা দিয়েছে। তিনি আরও জানান, নোট বাতিল নিয়ে দেশের বিভিন্ন হাইকোর্টে যে সব মামলা দায়ের হয়েছে, সেগুলির শুনানি সুপ্রিম কোর্টে হওয়ার জন্য কেন্দ্রীয় সরকার শীর্ষ আদালতে আবেদন করেছে। আবেদনের শুনানি ২ ডিসেম্বর। সর্বোচ্চ আদালতে মামলার শুনানির পরে জনস্বার্থ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হোক। প্রধান বিচারপতি গিরীশ গুপ্তের ডিভিশন বেঞ্চ সেই আবেদন মঞ্জুর করে আগামী ৭ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ঠিক করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement