‘নোভেল করোনা ভাইরাস’-এর মোকাবিলায় প্রস্তুতি খতিয়ে দেখতে স্বাস্থ্য ভবনের প্রতিনিধিরা বুধবার বেলেঘাটা আইডি হাসপাতালে যান। চিনের উহান শহরে এই রোগে অনেকে আক্রান্ত হয়েছেন। জাপান, তাইল্যান্ডেও এক জন করে রোগী মিলেছে। এই পরিস্থিতিতে এ দেশের সব বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীদের পরীক্ষা করার নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এই রোগের লক্ষণ নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে কেউ ভর্তি হলে কী ধরনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে, এ দিন তা খতিয়ে দেখা হয়। সেখানে একটি পৃথক ওয়ার্ডও রাখা হচ্ছে এই রোগে আক্রান্তদের জন্য। স্বাস্থ্য ভবনের এক কর্তা জানান, ইনফ্লুয়েঞ্জার মতো করোনা ভাইরাস এক ধরনের ‘রেসপিরেটরি প্যাথোজেন’।