rail blockade

দফায় দফায় অবরোধ, বিঘ্নিত রেল পরিষেবা

দক্ষিণ-পূর্ব রেলের ডোমজুড়, আমতা শাখাতেও অবরোধের জেরে ব্যাহত হয় ট্রেন  চলাচল। এ দিন থেকেই দক্ষিণ-পূর্ব রেলে ট্রেনের সংখ্যা ৯৫ থেকে বাড়িয়ে ১৪৩ করা হয়েছে। তবে, বেশির ভাগ ট্রেন এ দিন খালি ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

কলকাতা শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২০ ০৫:২৫
Share:

ভিড়: ধর্মঘটের দিন হাওড়া স্টেশন। বৃহস্পতিবার। ছবি: রণজিৎ নন্দী

কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির ডাকা ধর্মঘটে বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় বিভিন্ন স্টেশনে রেল অবরোধ হয়। ধর্মঘট শুরু হওয়ার আগেই শিয়ালদহ দক্ষিণ শাখায় হোটর এবং মথুরাপুর স্টেশনে ওভারহেড তারে কলাপাতা ফেলে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। শিয়ালদহ-ক্যানিং শাখার বেতবেড়িয়া-ঘোলা স্টেশনে অবরোধের জেরে ঘণ্টা খানেক ব্যাহত হয় ট্রেন চলাচল। বিভিন্ন স্টেশনে যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয়। সকালের দিকে স্টেশনে যাত্রীদের বেশ ভিড়ও ছিল। ধর্মঘটের জেরে ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।

Advertisement

লক্ষ্মীকান্তপুর শাখায় দক্ষিণ বারাসত স্টেশনেও এ দিন সকাল থেকে অবরোধ চলে। যাদবপুরে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর নেতৃত্বে যাদবপুরে অবরোধ হয়। ঘটনার জেরে নিত্যযাত্রীদের সঙ্গে বাম সমর্থকদের বচসাও হয়। শিয়ালদহ-নৈহাটি শাখার ইছাপুর, বারাসত শাখার মধ্যমগ্রামেও এ দিন অবরোধ হয়। দক্ষিণ-পূর্ব রেলের ডোমজুড়, আমতা শাখাতেও অবরোধের জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। এ দিন থেকেই দক্ষিণ-পূর্ব রেলে ট্রেনের সংখ্যা ৯৫ থেকে বাড়িয়ে ১৪৩ করা হয়েছে। তবে, বেশির ভাগ ট্রেন এ দিন খালি ছিল। হাওড়া-বর্ধমান মেন শাখার পালশিট, চন্দননগরে অবরোধের জেরে ব্যাহত হয় ট্রেন চলাচল। আসানসোল এবং মালদহ ডিভিশনে সেভাবে রেল অবরোধের কোনও ঘটনা নজরে আসেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement