কৈলাসের কাছে নিভৃতেও ‘ক্ষোভ’ এ বার ধনখড়ের

সূত্রের খবর, বুধবার রাতে রাজভবনে গিয়েছিলেন কৈলাস। ‘ব্যক্তিগত সাক্ষাৎ’ বলেই ওই প্রসঙ্গে রাজভবনের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫৪
Share:

কৈলাস বিজয়বর্গীয়-র কাছে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ‘ক্ষোভ’ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।—ফাইল চিত্র।

সাক্ষাৎ ছিল ‘ব্যক্তিগত’ কাজে। ছেলের বিয়েতে আমন্ত্রণ জানাতে রাজ্যপালের কাছে গিয়েছিলেন বঙ্গ বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। সেই অবসরেই তাঁর কাছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঘটনা নিয়ে ‘ক্ষোভ’ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশ্যেই ধারাবাহিক ভাবে উষ্মা প্রকাশ করে বাজেট অধিবেশনের আগে রাজ্য সরকারের উপরে চাপ বাড়িয়ে চলেছেন রাজ্যপাল। তারই মধ্যে রাজ্য বিজেপির ভারপ্রাপ্ত কেন্দ্রীয় নেতার কাছে তাঁর এই ‘ক্ষোভপ্রকাশ’ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক শিবিরের বড় অংশ।

Advertisement

সূত্রের খবর, বুধবার রাতে রাজভবনে গিয়েছিলেন কৈলাস। ‘ব্যক্তিগত সাক্ষাৎ’ বলেই ওই প্রসঙ্গে রাজভবনের তরফে কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে রাজনৈতিক নেতা হোন বা আম নাগরিক, যে কোনও সাক্ষাতের ক্ষেত্রেই বিবৃতি দেওয়ায় সিদ্ধহস্ত ধনখড় নিজেরই রেওয়াজ ভেঙে নীরবতার ব্যতিক্রম আগেও ঘটিয়েছেন। কিছু দিন আগে অরবিন্দ মেনন, মুকুল রায়, কৈলাস-সহ বিজেপির প্রতিনিধিদল গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেও রাজভবনের তরফে কোনও বিবৃতি জারি হয়নি। এ বারের সাক্ষাতের নেপথ্যেও তাই ভিন্ন তাৎপর্য দেখতে পাচ্ছেন অনেকে। যোগাযোগ করা হলে শুক্রবার কৈলাস অবশ্য বলেন, ‘‘আমি ছেলের বিয়ের নিমন্ত্রণ করতে রাজ্যপালের কাছে গিয়েছিলাম। একেবারেই ব্যক্তিগত সাক্ষাৎ। তবে রাজ্যপাল জানিয়েছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঘটনায় আচার্য হিসেবে তিনি ব্যথিত। এক জন রাজ্যপাল তথা আচার্যেরই যদি ক্যাম্পাসে কোনও নিরাপত্তা না থাকে, তা হলে রাজ্যের হাল বোঝাই যাচ্ছে!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement