রাজভবনে বৈঠক। ছবি: রাজভবন সূত্রে পাওয়া
যাদবপুর-কাণ্ডের পর কেটে গিয়েছে এক সপ্তাহ। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে রাজ্য সরকারের যে তীব্র টানাপড়েন শুরু হয়েছিল, তা-ও আপাতত থিতিয়েছে। এর মধ্যেই রাজ্যপাল তথা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আচার্যের ডাকে সাড়া দিয়ে রাজভবনে গিয়ে বৈঠক করলেন উপাচার্য এবং সহ-উপাচার্যেরা।
বৃহস্পতিবার রাজভবনের তরফে একটি প্রেস বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে বলা হয়েছে, এ দিন রাজ্যপালের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন, উপাচার্য সুরঞ্জন দাস, সহ-উপাচার্য প্রদীপ ঘোষ, সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। বৈঠকে বিশ্ববিদ্যালয়ের ঘটনাপ্রবাহ নিয়ে তাঁদের মধ্যে ঘণ্টাখানেক আলোচনা হয়েছে। তবে তাঁদের মধ্যে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে কিছু জানায়নি রাজভবন।
গত ১৯ সেপ্টেম্বর, এবিভিপির সভায় যোগ দিতে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গিয়ে বাম ছাত্র সংগঠনগুলির সদস্যদের হাতে ঘেরাও হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। পরে ওই দিন রাতে ঘটনাস্থলে গিয়ে তাঁকে ‘উদ্ধার’ করেন আচার্য জগদীপ ধনখড়।
আরও পড়ুন: দু’দিনেও শেষ হল না, হাইকোর্টে রাজীবের আগাম জামিনের শুনানি ফের শুক্রবার
আরও পড়ুন: পাক নৌ বাহিনীর মহড়া, আরব সাগরে নিরাপত্তা বাড়াল সতর্ক ভারত
ক্যাম্পাসে বিক্ষোভ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন উপাচার্য সুরঞ্জন দাস। তাঁকে দেখতে কয়েক দিন আগে হাসপাতালে যান রাজ্যপাল জগদীপ ধনখড়। তাঁর সঙ্গে কিছু ক্ষণ কথাও বলেন। পরে রাজভবনের বিবৃতিতে জানানো হয়, উপাচার্যের সঙ্গে কথা বলে রাজ্যপাল খুবই সন্তুষ্ট। বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে আচার্যের সাহায্য চান বলেও ইঙ্গিত দিয়েছিলেন উপাচার্য। আচার্য তাঁকে জানান, তিনিও পড়ুয়া, শিক্ষক-শিক্ষিকা এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে আগ্রহী। উপাচার্য তাঁকে জানান, শিক্ষক-শিক্ষিকাদের বৈঠকের ব্যবস্থা তিনি করবেন। এর পরই এ দিন উপাচার্যের সঙ্গে রাজভবনে কথা হয় রাজ্যপালের। পুজোর পরে আবার বৈঠক হবে বলে রাজভবনের তরফে জানানো হয়েছে।