CAA

সমাবর্তনে প্রবল বিক্ষোভ, রাজ্যপালকে বাদ দিয়েই অভিজিৎকে ডি-লিট

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে নজরুল মঞ্চে ঘেরাও রাজ্যপাল জগদীপ ধনখড়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২০ ১৩:২২
Share:

বিক্ষোভ সমাবর্তনে। —নিজস্ব চিত্র।

নজরুল মঞ্চে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ফের ছাত্র বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি)-র বিরুদ্ধে সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়ারা। রাজ্যপাল যেহেতু কেন্দ্রের প্রতিনিধি, তাঁর এই অনুষ্ঠানে যোগ দেওয়া চলবে না বলে দাবি তুলতে শুরু করেন তাঁরা। রাজ্যপালের গাড়ি ঘিরে ধরে ‘গো ব্যাক’ স্লোগান শুরু হয়। পরিস্থিতি এমন দাঁড়ায় যে নজরুল মঞ্চের ভিতরে ঢুকলেও, মঞ্চের উপর উঠতেই পারেননি রাজ্যপাল।

Advertisement

কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানেই মঙ্গলবার ডি-লিট পাওয়ার কথা নোবেলজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। তাঁর হাতে এই সম্মান তুলে দেওয়ার কথা ছিল রাজ্যপালের। কিন্তু ছাত্রদের বিক্ষোভের জেরে শেষ মেশ পিছু হটেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য সোনালী চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, রাজ্যপালকে ছাড়াই সমাবর্তন অনুষ্ঠান হবে। তিনি নিজে অভিজিতের হাতে ডি-লিট তুলে দেবেন।

তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মঞ্চের সামনে থেকে সরে যান আন্দোলনকারী পড়ুয়ারা। তার পরই মঞ্চের অপর আসতে শুরু করেন বিশিষ্টজনেরা। গ্রিনরুমে প্রায় ৪০ মিনিট অপেক্ষার পর বেরিয়ে যান রাজ্যপাল। যাওয়ার সময় তিনি বলেন, ‘‘সমাবর্তনে অশান্তি চাই না।’’ অভিজিৎ বিনায়কের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনাকে ডি-লিট দিতে পারলাম না। এই আক্ষেপ আমার থাকবে।’’

Advertisement

• মঞ্চে বক্তৃতা করছেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

• নজরুল মঞ্চে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান শুরু হল।

• নজরুল মঞ্চ থেকে ফিরে গেলেন রাজ্যপাল।

• উপাচার্য নিজেই অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের হাতে ডি-লিট তুলে দেবেন বলে জানালেন।

• রাজ্যপাল না ফিরলে সমাবর্তন নয়, দাবি আন্দোলনরত পড়ুয়াদের।

• নজরুল মঞ্চের ভিতরে ও বাইরে প্রবল বিক্ষোভ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement