PM Narendra Modi

ধুতি পরে মঞ্চে মোদী, দাবি

কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-সহ রাজ্যের বিধায়ক-সাংসদকে আমন্ত্রণ করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে তাঁদের কারওরই মঞ্চে জায়গা হবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৩ ০৫:৫৭
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

বাংলায় ‘লক্ষ কণ্ঠে গীতা পাঠে’র অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই অংশগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে দাবি করলেন সংগঠকেরা। আগামী ২৪ ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড ময়দানে বসতে চলেছে গীতা পাঠের আসর। সনাতন সংস্কৃতি সংসদ, মতিলাল ভারত তীর্থ সেবা মিশন আশ্রম ও অখিল ভারতীয় সংস্কৃতি পরিষদের যৌথ উদ্যোগে এই গীতা পাঠের কর্মসূচি নেওয়া হয়েছে। আয়োজকেরা বৃহস্পতিবার কলকাতা প্রেস ক্লাবে ঘোষণা করেন, ওই দিন যে পুরুষ ও মহিলারা আসবেন, তাঁরা সনাতনী পোশাকে সেজে আসবেন। পুরুষদের জন্য সাদা পাঞ্জাবি-ধুতি ও মহিলাদের লাল পাড় সাদা শাড়ি পরে আসার কথা বলা হয়েছে। আয়োজকদের দাবি, প্রধানমন্ত্রীও ধুতি-পাঞ্জাবি পরে আসবেন বলে কথা দিয়েছেন।

Advertisement

কর্মসূচিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়-সহ রাজ্যের বিধায়ক-সাংসদকে আমন্ত্রণ করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে তাঁদের কারওরই মঞ্চে জায়গা হবে না। দু’টি মঞ্চ করা হবে। একটি মঞ্চে বসবেন প্রধানমন্ত্রী মোদী ও দ্বারকার শঙ্করাচার্য। অন্য মঞ্চ থেকে সমবেত সঙ্গীত ও গীতা পাঠ হবে। তবে আয়োজকেরা জানিয়েছেন, যদি আমন্ত্রণ গ্রহণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় উপস্থিত হন, মোদীর পাশেই তাঁর জায়গা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement