বেলুড়ে তৈরি হচ্ছে মেয়েদের স্কুল এবং ছাত্রীনিবাস

শু‌ধু স্কুলই নয়, পড়াশোনার আদর্শ পরিবেশও দরকার। সে লক্ষ্যে রাজ্য সংখ্যালঘু উন্নয়ন দফতর স্কুল লাগোয়া একটি ছাত্রীনিবাসও তৈরি করছে। দফতর সূত্রের খবর, ছাত্রীনিবাস তৈরি শেষ হলে সেটি হাওড়া পুরনিগমের হাতে তুলে দেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৭ ০১:৩৩
Share:

সেই ছাত্রীনিবাস। —নিজস্ব চিত্র।

এলাকায় মেয়েদের জন্য আলাদা কোনও স্কুল ছিল না। অবশেষে রাজ্য সর্বশিক্ষা মিশন, সংখ্যালঘু উন্নয়ন দফতর ও স্থানীয় সাংসদ, বিধায়কদের আর্থিক সহযোগিতায় বেলুড় ভোটবাগানে তৈরি হচ্ছে মেয়েদের উর্দু মাধ্যম স্কুল।

Advertisement

কিন্তু শু‌ধু স্কুলই নয়, পড়াশোনার আদর্শ পরিবেশও দরকার। সে লক্ষ্যে রাজ্য সংখ্যালঘু উন্নয়ন দফতর স্কুল লাগোয়া একটি ছাত্রীনিবাসও তৈরি করছে। দফতর সূত্রের খবর, ছাত্রীনিবাস তৈরি শেষ হলে সেটি হাওড়া পুরনিগমের হাতে তুলে দেওয়া হবে। হাওড়া পুরসভার ৫৯ নম্বর ওয়ার্ডে ৪০ নম্বর জালি গেট এলাকায় মহম্মদ শামিম রোডে তৈরি হচ্ছে ভোটবাগান উর্দু জুনিয়র গার্লস স্কুল। আপাতত পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ওই স্কুলে রয়েছে ১২০ জন পড়ুয়া।

ঘিঞ্জি এলাকায় ঘুপচি ঘর, উপচে পড়া নিকাশি, রাত নামলেই দুষ্কৃতীদের আনাগোনা— এটাই ভোটবাগানের চেনা ছবি। কিন্তু হাওড়া পুরসভার সঙ্গে বালির সংযুক্তিকরণের পরে এলাকার উন্নয়নে কাজ শুরু হয়েছে। তৈরি হচ্ছে রাস্তা, বসেছে আলো, নিকাশির উন্নয়নের কাজও চলছে।
এ বার সংযোজন মেয়েদের এই স্কুল ও ছাত্রীনিবাস।

Advertisement

স্থানীয় কাউন্সিলর রেয়াজ আহমেদের দাবি, বালি পুরসভার বিরোধী দলনেতা থাকাকালীনই এলাকায় মেয়েদের জন্য স্বতন্ত্র স্কুল তৈরি করতে আবেদন করা হয়েছিল। পুরসভা সূত্রের খবর, ১৪ কাঠা জমির অর্ধেক জুড়ে ছাত্রীনিবাস হয়েছে। বাকি অংশে হচ্ছে স্কুল ভবন। রেয়াজ বলেন, ‘‘ছাত্রীর সংখ্যা বাড়ছে। কিন্তু ওদের পড়ার পরিবেশ একেবারেই ছিল না। তাই ছাত্রীনিবাস তৈরির আবেদন জানিয়েছিলাম।’’ পুরসভা সূত্রের খবর, ওই স্কুলে যে মেয়েরা পড়বে, তারাই ছাত্রীনিবাসে থাকতে পারবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement