তার সঙ্গে সম্পর্ক না রাখলে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হবে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। বেশ ক’দিন ধরে হুমকি দিচ্ছিল নদিয়ার তাহেরপুরের এক যুবক। শেষতক সেই চাপ সহ্য করতে পারেনি তাহেরপুরেরই এক কিশোরী। শনিবার বিকেলে বাড়ি থেকে উদ্ধার হয় তার ঝুলন্ত দেহ।
রবিবার পুলিশের কাছে এমনটাই অভিযোগ জানিয়েছেন ওই কিশোরীর এক দাদা। প্রাথমিক তদন্তে পুলিশেরও অনুমান, নাগাড়ে চাপ ও সম্মান হারানোর ভয়ে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ওই ছাত্রী আত্মহত্যা করেছে। রবিবার রাত পর্যন্ত অভিজিৎ রায় নামে ওই যুবককে পুলিশ অবশ্য গ্রেফতার করতে পারেনি। জেলার পুলিশ সুপার শীষরাম ঝাঝারিয়া বলেন, ‘‘অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।’’ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্কুলে যাতায়াতের পথে অভিজিতের সঙ্গে আলাপ হয় ওই ছাত্রীর। পরে ঘনিষ্ঠতাও বাড়ে। কিন্তু মেয়েটি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইলে অভিজিৎ হুমকি দিতে শুরু করে বলে অভিযোগ।
ওই ছাত্রীর দাদার কথায়, ‘‘বোন খুবই সহজ সরল ছিল। ওর সঙ্গে ভালবাসার অভিনয় করে কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলেছিল অভিজিৎ। পরে বোন নিজের ভুল বুঝতে পেরে ওর সঙ্গে আর সম্পর্ক রাখত না। তখন থেকেই সে হুমকি দিতে থাকে। সেই চাপ সহ্য করতে না পেরেই বোন এমন অঘটন ঘটিয়ে ফেলল।’’