গৌতম কুণ্ডু।
জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছিল নিম্ন আদালতে। কলকাতা হাইকোর্ট অবশ্য বাবার শেষকৃত্য ও পারলৌকিক কাজের জন্য লগ্নি সংস্থা রোজ ভ্যালির কর্ণধার গৌতম কুণ্ডুকে দু’সপ্তাহের অন্তর্বর্তী জামিন দিল।
হাইকোর্টের বিচারপতি শিবসাধন সাধু বুধবার শর্তসাপেক্ষে গৌতমের অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেন। আমানতকারীদের টাকা অবৈধ ভাবে পাচারের অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি গত ২৫ মার্চ গৌতমকে গ্রেফতার করে। তিনি আছেন প্রেসিডেন্সি জেলে।
গৌতমের বাবা নির্মল কুণ্ডু গত ৬ এপ্রিল সকালে কলকাতার একটি নার্সিংহোমে মারা যান। ওই দিনই কলকাতার নগর দায়রা আদালতের ভারপ্রাপ্ত মুখ্য বিচারক গোপাল কর্মকারের কাছে আইনজীবী মারফত অন্তর্বর্তিকালীন জামিনের আবেদন জানান রোজ ভ্যালির কর্ণধার। ইডি-র তরফে তার বিরোধিতা করা হয়। জামিনের আর্জি নাকচ হয়ে যায়। তবে ভারপ্রাপ্ত মুখ্য বিচারক নির্দেশ দেন, পুলিশি প্রহরায় ওই অভিযুক্ত তাঁর বাবার অন্ত্যেষ্টি ও শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে পারেন। সেই অনুমতি পেতে হলে অভিযুক্তের তরফে আদালতে নতুন করে আবেদন জানাতে হবে।
কিন্তু গৌতমের আইনজীবী সে-দিন ওই আদালতে নতুন কোনও আবেদন জানাননি। মঙ্গলবার নিম্ন আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রোজ ভ্যালির কর্ণধার সরাসরি হাইকোর্টে মামলা দায়ের করেন। বুধবার সকালে সেই মামলা হাইকোর্টে ওঠে শুনানির জন্য।
গৌতমের আইনজীবী শেখর বসু আদালতে জানান, তাঁর মক্কেলের বাবা মারা গিয়েছেন। এখনও তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়নি। দেহ রাখা রয়েছে পিস হাভেনে। বাবার অন্ত্যেষ্টি ও পারলৌকিক কাজ করার জন্য অভিযুক্তকে অন্তত ১৬ দিনের অন্তর্বর্তিকালীন জামিন দেওয়া হোক।
নিম্ন আদালতের মতোই হাইকোর্টে ইডি-র তরফে জামিনের বিরোধিতা করা হয়। ওই তদন্তকারী সংস্থার আইনজীবী জানান, বেসরকারি লগ্নি সংস্থার এই অভিযুক্ত কর্তার বিরুদ্ধে বেআইনি ভাবে টাকা পাচারের অভিযোগ রয়েছে। এই ধরনের অপরাধ দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়। তাই কোনও অবস্থাতেই তাঁকে অন্তর্বর্তী জামিনে ছেড়ে দেওয়া যায় না। বাবার অন্ত্যেষ্টি ও শ্রাদ্ধানুষ্ঠানে অভিযুক্তের যোগ দেওয়ার জন্য নিম্ন আদালত যে-নির্দেশ দিয়েছে, হাইকোর্ট সেটাই বহাল রাখুক।
বিচারপতি ইডি-র আইনজীবীকে বলেন, এক জন অভিযুক্ত বাবার পারলৌকিক কাজে যোগ দিতে চেয়ে কিছু দিনের জন্য জামিন চেয়েছেন। অভিযুক্ত ব্যক্তি তো মামলার মূল বিষয় বা অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই জামিন চাননি। যে-বিশেষ প্রেক্ষাপটে জামিন চাওয়া হচ্ছে, সেই বিষয়ে নির্দিষ্ট কোনও বক্তব্য থাকলে ইডি-র আইনজীবী তা আদালতে জানাতে পারেন। ইডি-র আইনজীবী হিন্দুধর্মের পারলৌকিক কাজের নিয়মাবলি সম্পর্কে কী জানেন, তা-ও জানতে চান বিচারপতি। ইডি-র আইনজীবী অবশ্য তার জবাব দেননি।
দু’পক্ষের সওয়াল শেষ হওয়ার পরে ১৪ দিনের জন্য গৌতমের অন্তর্বর্তিকালীন জামিন মঞ্জুর করেন বিচারপতি। জামিনের শর্ত হিসেবে বিচারপতি জানিয়ে দেন, ওই সময়ে অভিযুক্ত ব্যক্তি দেশের বাইরে যেতে পারবেন না। তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে ইডি-র কাছে। সেই সঙ্গে বাড়ির ল্যান্ডলাইন টেলিফোন নম্বর এবং নিজের মোবাইল ফোনের নম্বর জানাতে হবে ইডি-র তদন্তকারীদের। জামিনে থাকাকালীন অভিযুক্তের কোথাও যাওয়ার প্রয়োজন হলে আগে তদন্তকারীদের জানাতে হবে। তদন্তকারীদের অনুমতি মিললে তবেই তিনি সেখানে যেতে পারবেন।