অসুস্থতার জন্য গৌতম কুণ্ডু গরহাজির আদালতে

অসুস্থতার জন্য আদালতে হাজির করানো গেল না রোজভ্যালি কর্নধার গৌতম কুন্ডুকে। বৃহস্পতিবার কলকাতা নগর দায়রা আদালতে হাজির করানোর কথা ছিল গৌতমবাবুকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ ডিসেম্বর ২০১৫ ২১:২৫
Share:

অসুস্থতার জন্য আদালতে হাজির করানো গেল না রোজভ্যালি কর্নধার গৌতম কুন্ডুকে।

Advertisement

বৃহস্পতিবার কলকাতা নগর দায়রা আদালতে হাজির করানোর কথা ছিল গৌতমবাবুকে। কিন্তু তিনি না আসায় তাঁর আইনজীবীই এ দিন আদালতের কাছে রোজভ্যালির যে অফিসগুলি ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) বন্ধ করে দিয়েছিল, সেগুলি খুলে দেওয়ার আর্জি জানান। তিনি জানান, ওই অফিসগুলি খুলে দেওয়া হলে সেখান থেকেই আমানতকারীদের টাকা ফের দেওয়া হবে। এর পাশাপাশি তিনি আরও একটি আর্জি জানান। তাঁর আবেদন, তাঁদের তিন হাজার অ্যাকাউন্ট সিল করে দিয়েছিল ইডি। সেখানে প্রায় চারশো কোটি টাকা ছিল। সেই টাকা নিয়ে ইডি কী করল তা যেন আদালত জানতে চায়।

নগর দায়রা আদালতের মুখ্য বিচারক গৌতমবাবুর আইনজীবীর এই দুটি আবেদন গ্রহণ করলেও এ দিন তার কোনও উত্তর দেননি। এ বিষয়ে পরবর্তী শুনানি হবে ১৪ জানুয়ারি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement