Garulia Balika Vidyalaya (High)

গারুলিয়া বালিকা বিদ্যালয়ে বর্ষপূর্তি

বর্ষপূর্তির অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ও অংশগ্রহণ করেছিলেন এলাকার অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকেরাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ ০৮:৪৫
Share:

গারুলিয়া বালিকা বিদ্যালয়ের (হাই) ৬৫ বছর পেরোনো উপলক্ষে অনুষ্ঠান। —নিজস্ব চিত্র।

কোভিড পরিস্থিতির জন্য বিগত কয়েক বছর বাইরের কর্মসূচি সীমাবদ্ধ ছিল। কঠিন সময়ে পেরিয়ে এসে এ বার তিন দিনের অনুষ্ঠান করে ৬৬ বছরে পা দিল উত্তর ২৪ পরগনার গারুলিয়া বালিকা বিদ্যালয় (হাই)। বিদ্যালয় চত্বরে প্রথম দু’দিন নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। তার পরে বৃহস্পতিবার ছিল সমাপ্তি অনুষ্ঠান। উপস্থিত ছিলেন গারুলিয়ার পুরপ্রধান রমেন দাস, কল্যাণ সমিতির সম্পাদক সুরেশ চৌধুরী, এলাকার পুর-প্রতিনিধি এবং অন্য বিশিষ্টজনেরা। বর্ষপূর্তির অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ও অংশগ্রহণ করেছিলেন এলাকার অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকেরাও।

Advertisement

উত্তর ২৪ পরগনার গারুলিয়া বালিকা বিদ্যালয় (হাই)। —নিজস্ব চিত্র।

গারুলিয়া বালিকা বিদ্যালয়ের (হাই) প্রধান শিক্ষিকা পারমিতা ঘোষালের বক্তব্য, সংশ্লিষ্ট সকলের সহযোগিতাতেই তাঁদের বিদ্যালয় এতটা রাস্তা পাড়ি দিয়েছে। আগামী দিনেও সকলের সহায়তা নিয়ে বিদ্যালয় আরও উন্নতির পথে যাত্রা অব্যাহত রাখবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement