নতুন করে বিতর্ক তৈরি হল জিডি বিড়লা স্কুলকে কেন্দ্র করে। ছবি: টুইটার
খুলল জিডি বিড়লা স্কুল। তবে কাটল না জটিলতা। বেতন দিতে না পারা পড়ুয়াদের ঢোকার অনুমতি দিলেন না স্কুল কর্তৃপক্ষ। আদালতের দ্বারস্থ হলেন অভিভাবকরা। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে।
নতুন করে বিতর্ক তৈরি হল জিডি বিড়লা স্কুলকে কেন্দ্র করে। শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে ভেদাভেদ এবং বৈষম্যের অভিযোগ উঠল স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে। যে সব অভিভাবক তাঁদের ছেলে-মেয়েদের বকেয়া বেতন সম্পূর্ণ ভাবে মিটিয়ে দিয়েছেন, শুধু মাত্র সেই পড়ুয়াদেরই সোমবার থেকে স্কুলে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি বকেয়া বেতন মেটানো ছাত্র-ছাত্রীদের জন্য রাতারাতি তৈরি করা হয়েছে হলুদ পরিচয়পত্র।
পড়ুয়ার অভিভাবক পুরো বেতন মেটাতে সক্ষম হয়েছেন কি না, তারই পরিচায়ক এই হলুদ পরিচয়পত্র। সোমবার এই হলুদ পরিচয়পত্র গলায় ঝুলিয়ে স্কুলে ঢুকতে দেখা যায় পড়ুয়াদের। তবে দু’দফায় এই পরিচয়পত্র যাচাই করে তবে স্কুলে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে পড়ুয়াদের।
৬ এপ্রিল কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, ফি বকেয়া থাকলেও কোনও পড়ুয়াকে ক্লাস করা থেকে বঞ্চিত করা যাবে না। ওই নির্দেশের পরের দিনই, আইনশৃঙ্খলা জনিত কারণ দেখিয়ে স্কুল বন্ধ করে দেন স্কুল কর্তৃপক্ষ।