ফাইল চিত্র।
নাগরিকত্বের প্রশ্নে এ বার আয়কর ভবনের সামনে বিক্ষোভের ডাক দিল ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠন। যাঁদের নাগরিক বলেই মানতে নারাজ কেন্দ্রীয় সরকার, তাঁদের কাছ থেকে আয়কর নেওয়া হবে কেন— এই প্রশ্ন তুলে আগামী ১০ ফেব্রুয়ারি আয়কর ভবনের সামনে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছে যুব লিগ।
সিএএ, এনপিআর এবং এনআরসি-র প্রতিবাদে ও কর্মসংস্থানের দাবিতে রাজভবন অভিযান করেছিল যুব লিগ ও ছাত্র ব্লক। যুব লিগের কলকাতা জেলা সম্পাদক সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‘প্রধানমন্ত্রীকেই প্রমাণ করতে হবে, আমরা নাগরিক। নাগরিক না হলে আমরা কর দিই কেন? রাজ্যপালকে আমরা এই বক্তব্য জানিয়ে এসেছি।’’