Subhas Chandra Bose

নেতাজির নামে

প্রধানমন্ত্রীর দফতর থেকে কোনও সাড়া মেলেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২০ ০৫:২৮
Share:

ছবি সংগৃহীত।

নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে জেএনইউ, এএমইউ-এর ধাঁচে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গড়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস। নেতাজির ১২৫তম জন্মদিন উপলক্ষে বেশ কিছু প্রস্তাব দিয়েই আগেই প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর দফতর থেকে কোনও সাড়া মেলেনি। ফের চিঠি লিখে দেবব্রতবাবুর দাবি, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় তৈরির পাশাপাশি সামরিক দফতর-সহ সব কেন্দ্রীয় সরকারি দফতরে নেতাজির ছবি রাখার ব্যবস্থা হোক। নেতাজির জন্মদিন ২৩ জানুয়ারিকে ‘দেশপ্রেম দিবস’ ঘোষণার দাবিও ফের মনে করিয়ে দিয়েছেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement