Women Conference

মহিলা সংগঠনের নেতৃত্বে ডলি, সুজাতা

সম্মেলন শেষে সংগঠনের চেয়ারপার্সন বা সভানেত্রী হয়েছেন সুজাতা বন্দ্যোপাধ্যায়। সহ-সভানেত্রী নির্বাচিত হয়েছেন নূরজাহান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৩ ০৮:৫৯
Share:

অগ্রগামী মহিলা সমিতির রাজ্য সম্মেলন। —নিজস্ব চিত্র।

ফরওয়ার্ড ব্লকের মহিলা সংগঠন অগ্রগামী মহিলা সমিতির রাজ্য সম্পাদক পদে থেকে গেলেন ডলি রায়ই। মৌলালি যুব কেন্দ্রে্ সংগঠনের দু’দিনের রাজ্য সম্মেলনের শেষ দিন ছিল রবিবার। সেখানেই ফের রাজ্য সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রাক্তন বিধায়ক ডলি। সম্মেলন শেষে সংগঠনের চেয়ারপার্সন বা সভানেত্রী হয়েছেন সুজাতা বন্দ্যোপাধ্যায়। সহ-সভানেত্রী নির্বাচিত হয়েছেন নূরজাহান। মহিলা আসন সংরক্ষণ দ্রুত কার্যকর করা এবং সব কাজে ও সর্বক্ষেত্রে মহিলাদের সমানাধিকারের দাবি তোলা হয়েছে সম্মেলন থেকে। সম্মেলন শুরুর দিন, শনিবার ধর্মতলার লেনিন মূর্তির পাদদেশ থেকে মৌলালি পর্যন্ত মিছিল হয়েছিল অগ্রগামী মহিলা সমিতির আয়োজনে। মিছিলে শামিল হয়েছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক ডলি, অভিনেত্রী পাপিয়া দেবরাজন, ফ ব-র রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, চেয়ারম্যান গোবিন্দ রায়-সহ দলের নেতৃত্ব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement