ফাইল চিত্র।
নরেন্দ্র মোদী সরকারের আর্থিক নীতির বিরুদ্ধে আগামী ২৪ সেপ্টেম্বর দেশ জুড়ে ‘প্রতিবাদ দিবসে’র ডাক দিল বাম শরিক ফরওয়ার্ড ব্লক। নানা জায়গায় ধর্না, বিক্ষোভ, মিছিল এবং প্রতিবাদ সভা করে ওই দিনটি পালন করা হবে বলে জানিয়েছেন ফ ব-র সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস। তাঁর অভিযোগ, আর্থিক সঙ্কট ডেকে এনেছে কেন্দ্রের বিজেপি সরকারের ভুল নীতি। তার পরে সঙ্কট সামাল দেওয়ার কোনও ‘সদিচ্ছা’ও সরকারের মধ্যে দেখা যাচ্ছে না। দেবব্রতবাবুর বক্তব্য, ‘‘রিজার্ভ ব্যাঙ্কের তহবিল থেকে ১ লক্ষ ৭৬ হাজার কোটি টাকা প্রায় জোর করে নিয়ে নেওয়া, ব্যাঙ্কের সংযুক্তিকরণ এবং মঙ্গোলিয়া ও রাশিয়া না চাওয়া সত্ত্বেও তাদের আর্থিক অনুদান দেওয়া— এ সব সিদ্ধান্ত থেকেই স্পষ্ট, কেন্দ্রীয় সরকার ভুল থেকে কোনও শিক্ষা নিচ্ছে না। তাই সঙ্কট সামাল দিতেও পারছে না। এই মনোভাবের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ।’’