নিয়ম বদল আলিপুরে, ফোন শুধু ৩টি নম্বরে

আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ‘অজ্ঞাত কারণে’ অনুমতি ছিল পাঁচটি নম্বরে ফোন করার। শুক্রবার সেই নিয়মে বদল ঘটালেন আলিপুর সংশোধনাগার কর্তৃপক্ষ। এ বার থেকে নির্ধারিত তিনটি নম্বরের বেশি কোথাও ফোন করতে পারবে না বন্দিরা।

Advertisement

প্রদীপ্তকান্তি ঘোষ

কলকাতা শেষ আপডেট: ৩০ জুন ২০১৮ ০৫:১৮
Share:

ফাইল চিত্র।

নির্ধারিত তিনটি নম্বরে ফোন করার অনুমতি পেত রাজ্যের আটটি কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দিরা। যদিও আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগারে ‘অজ্ঞাত কারণে’ অনুমতি ছিল পাঁচটি নম্বরে ফোন করার। শুক্রবার সেই নিয়মে বদল ঘটালেন আলিপুর সংশোধনাগার কর্তৃপক্ষ। এ বার থেকে নির্ধারিত তিনটি নম্বরের বেশি কোথাও ফোন করতে পারবে না বন্দিরা।

Advertisement

বুধবার এবং বৃহস্পতিবার দমদম, প্রেসিডেন্সি এবং আলিপুরের সংশোধনাগারের রাজনৈতিক বন্দিদের ঠাঁই বদল হয়েছে। তার পর আলিপুরের নিয়মটি ধরা পড়ে বলে কারা দফতর সূত্রের খবর। কারণ, দমদম থেকে আলিপুরে আসা রাজনৈতিক বন্দিরা কর্তৃপক্ষকে জানান, তাঁরা সেখানে তিনটি নির্ধারিত নম্বরে ফোন করলেও আলিপুরে তো পাঁচটি নম্বরে করা যায়! তা হলে কেন পাঁচটি নম্বর নথিভুক্ত করতে দেওয়া হবে না? সেই সময়ে দমদমের থেকে বিষয়টি জানতে চান আলিপুর সংশোধনাগার কর্তৃপক্ষ। দমদম কর্তৃপক্ষ তিনটি ফোন নম্বরের কথা জানান আলিপুরকে। শুক্রবার আলিপুরের ফোন নথিভুক্ত করার নিয়ম বদলের নির্দেশ দেন সংশোধনাগার কর্তৃপক্ষ। কারা দফতরের এক কর্তার কথায়, ‘‘কেন্দ্রীয় সংশোধনাগারগুলিতে তিনটি নম্বরে ফোন করতে পারতেন বন্দিরা। আলিপুরে কেন এত দিন পাঁচটি নম্বরে ফোন করতে পারতেন বন্দিরা, তা জানা নেই। বিষয়টি খতিয়ে দেখা হবে।’’

প্রসঙ্গত, সপ্তাহ কয়েক আগেই অস্থায়ী চিকিৎসক অমিতাভ চৌধুরীর কাছ থেকে আলিপুর সংশোধনাগারে ঢোকার সময় মোবাইল, সিম, মাদক, কাঁচি, ব্লেড-সহ বিভিন্ন জিনিস উদ্ধার হয়। আর এ দিনের ফোন নথিভুক্তির বিষয়টি প্রকাশ্যে আসার পর আলিপুর সংশোধনাগারের নিয়মকানুনের ‘অবস্থা’ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এ বিষয়ে মুখে কুলুপ সংশোধনাগার কর্তৃপক্ষের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement